Only people with sharp eyes can answer these Optical Illusions: আমাদের ছোটবেলায় আমরা এমন অনেক ধাঁধার সমাধান করতাম যে গুলিকে মূলত অপটিক্যাল ইলিউশন বলা হয়। অপ্টিক্যাল ইলিউশন (Optical Illusions) আসলে একটি চোখের ধাঁধা। যাকে মূলত দৃষ্টি ভ্রম বলা যেতে পারে। এই ধাঁধার মাধ্যমে আপনার সঙ্গে এমন একটি ছবি উপস্থিত থাকবে যার মধ্যে থেকে হয়তো আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে অন্য কিছু খুঁজে বের করতে হবে, অথবা এমন কিছু ছবি থাকবে যার রহস্য ভেদ করতে আপনাকে বেশ বেগ পেতে হবে। আসলে এই দৃষ্টি ভ্রম তৈরি করে কি ছবির মধ্যে কোন অক্ষর বা কোনো অবয়ব খুঁজে বের করতে হয় কয়েক সেকেন্ডের মধ্যে।
অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) বা দৃষ্টি ভ্রম সৃষ্টিকারী ছবি গুলির সমাধান করার মাধ্যমে নিজের মস্তিষ্ক ও দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা পরীক্ষা করা হয়। তবে মজাদার এই ছবিটির মাধ্যমে শুধুমাত্র মস্তিষ্ক বা দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা পরীক্ষাই নয়, এর মাধ্যমে মনোসংযোগের তীব্রতার দিকটিও প্রকাশিত হয়। এবং অবশ্যই এই দৃষ্টি ভ্রমটি সমাধান করতে হয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। বর্তমানে এই প্রতিবেদনের মধ্যেই আপনার সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটিও একটি অপটিক্যাল ইলিউশন। এই ছবিটির মধ্যে একই প্যাটার্নের অক্ষর গুলির মধ্যে থেকে আলাদা কিছু খুঁজে বের করতে হবে আপনাকে, তাও আবার কুড়ি সেকেন্ডের মধ্যে।
যেহেতু এই ছবিটির মধ্যে একই প্যাটার্ন এর সব অক্ষর গুলি আছে, ফলে তা চোখে সহজে ধরা পড়ে না। যেদিন থেকে একবারে তাকিয়ে থাকতে গেলেও দৃষ্টি বিভ্রম হয়ে যায়। তবে এই ধাঁধা গুলি সমাধান করার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতি অবলম্বন করে এই ধরনের ধাঁধা আপনি সহজেই সমাধান করে ফেলতে পারবেন। এই ধাঁধার মাধ্যমে আপনার গঠনমূলক কাজের যেমন পরিচয় পাওয়া যাবে ঠিক তেমনি আপনার পর্যবেক্ষণ দক্ষতা ঠিক কতটা সেটিও খুঁজে পাওয়া যাবে।
আরও পড়ুন ? Optical Illusion: ভাল্লুকদের ভিড়ে রয়েছে একটি মানুষ! খুঁজে বের করতে হবে ৫ সেকেন্ডের মধ্যে
দেখতেই পাচ্ছেন এই ছবিটিতে নীল ব্যাকগ্রাউন্ড এর ওপর সাদা রং দিয়ে ইংরেজি Z লেখা আছে। কিন্তু এর ফাঁকে ফাঁকেই লুকিয়ে আছে 7। Z এর মধ্যে থেকে এই 7 কেই খুঁজে বের করতে হবে আপনাকে। চোখের সামনে 7 গুলি লেখা থাকলেও এটি খুঁজে বের করা কিন্তু অতটাও সহজ নয়। হেকটিক নিক তার অ্যাকাউন্টে এই ধাঁধাটি শেয়ার করেছেন। আপনিও চেষ্টা করলে এবং মনোযোগ সহকারে এই ছবিটির দিকে দেখলে অবশ্যই খুঁজে বের করতে পারবেন এই ধাঁধার উত্তর। তবে মনে রাখবেন এটি কিন্তু খুঁজে বের করতে হবে মাত্র ২০ সেকেন্ডের মধ্যে।
এই ধাঁধাটি অনেকের কাছেই বেশ জটিল মনে হয়েছে। কারন সাদা অক্ষর দিয়ে লেখা থাকা Z এবং 7 এর গঠন অনেকটাই এক রকম। ফলে স্বাভাবিক ভাবেই এটি দেখতে গিয়ে দৃষ্টি বিভ্রম সৃষ্টি হচ্ছে। আপনি কি ছবিটির দিকে তাকিয়ে খুঁজে পেলেন এর মধ্যে কটি 7 আছে? যদি না পান তবে জেনে নিন এই ধাঁধার উত্তরটি কি হবে। এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) ধাঁধাটির মধ্যে লেখা থাকা Z গুলির ফাঁকে ফাঁকে মোট ১৭ বার 7 লেখা রয়েছে। আপনি যদি এই সঠিক উত্তরটি খুঁজতে ব্যর্থ হয়ে থাকেন তবে আরও একবার ছবিটির দিকে চোখ বুলিয়ে নিন।