নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুলসংখ্যক পর্যটকরা ঘুরতে আসেন দিঘার সমুদ্র সৈকতে (Digha Sea Beach)। আসলে পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকতে ঘোরার খরচ অনেক কম, যে কারণে সব ধরনের পর্যটকদেরই এখানে দেখা মেলে। তবে দীঘায় ইদানিংকালে বেশ কিছু এমন ঘটনা ঘটছে, যে কারণে পর্যটকদের সুরক্ষার জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
দীঘায় যাতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা সুরক্ষিত থাকেন তার জন্য এবার আরও একটি বড় পদক্ষেপ নিল প্রশাসন। সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দীঘায় ঘুরতে আসার পর্যটকদের গতিবিধির ক্ষেত্রেও কিছু পরিবর্তন (Digha Rules Changed) আনা হয়েছে। এই পরিবর্তন মূলত পর্যটকদের পরামর্শ হিসাবে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।
লক্ষ্য করলে দেখা যাবে একদিনের ছুটি পাওয়া গেলেই প্রচুর পর্যটক কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে দীঘায় এসে ভিড় জমান। কিন্তু এবার যারা দীঘায় ঘুরতে আসবেন তাদের গভীর রাত পর্যন্ত দীঘার সমুদ্র সৈকতে আর ঘোরা যাবে না। এই বিষয়টির উপর প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু করা হয়েছে এলাকায়।
আরও পড়ুন ? Dheu sagar Park Digha: নামমাত্র খরচ, অথচ দিঘাই ঘুরতে গিয়ে অনেকেই মিস করে যান এই জায়গা
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দীঘার সমুদ্র সৈকতের ধারে গভীর রাত পর্যন্ত বসে সময় কাটানো যাবে না। দীঘায় আসা পর্যটকদের রাতে হোটেল রুমের মধ্যেই কাটাতে হবে। এছাড়াও দীঘার সমুদ্র সৈকত এলাকায় যে সকল দোকানপাট রয়েছে সেগুলিও গভীর রাত পর্যন্ত খুলে রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত কিছুর জন্য এবার দীঘা পুলিশের তরফ থেকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে।
দীঘা পুলিশের তরফ থেকে দীঘার সমুদ্র সৈকতে থাকা দোকানপাটগুলিকে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই সময় পার হয়ে যাওয়ার আগেই পর্যটকদের সমুদ্র সৈকত এলাকা থেকে নিজেদের হোটেলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও জানানো হয়েছে।