Best Industry in India: রিলায়েন্স না টাটা! দেশের সেরার সেরা কোম্পানি কোনটি, সামনে এলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষের যে সকল সংস্থা রয়েছে সেই সকল সংস্থার মধ্যে কোন সংস্থা সেরার সেরা, তা নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার ফলাফল এবার প্রকাশ করা হয়েছে এবং সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে দেশের সেরার সেরা সংস্থা (Best Industry in India) বা কোম্পানি কোনটি। এই তালিকা জানার আগে প্রথম থেকেই যাদের নিয়ে কৌতূহল তারা হলেন মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স (Reliance Industries) ইন্ডাস্ট্রিজ এবং টাটাদের টাটা গোষ্ঠী (Tata Group)।

Advertisements

অ্যাক্সিস ব্যাঙ্কের ব্যক্তিগত ব্যাঙ্কিং ইউনিট বারগুন্ডি প্রাইভেট ও হুরুন ইন্ডিয়া এই সমীক্ষা চালায়। এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫০০ টি সংস্থা। তবে এই সমস্ত সমীক্ষায় অংশগ্রহণকারী সংস্থাকে পিছনে ফেলে সেরার সেরা সংস্থা হিসেবে প্রথম স্থান অধিকার করেছে মুকেশ আম্বানির রিলায়েন্স। তবে এই প্রথম নয় টানা তিন বছর তারা এই ভাবেই প্রথম তালিকা দখল করে আসছে বলে জানা গিয়েছে সমীক্ষকদের সূত্রে।

Advertisements

Reliance ইন্ডাস্ট্রিজের পর তালিকায় রয়েছে টাটাদের টেক জায়েন্ট সংস্থা TCS এবং তৃতীয় স্থানে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। আবার মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই তালিকায় টানা তিন বছর ধরে প্রথম স্থান অধিকার করে থাকলেও মুকেশ আম্বানির হাতেই তৈরি রিলায়েন্স ফিনান্সিয়াল সার্ভিসেস তালিকায় রয়েছে ২৪ নম্বর স্থানে। অন্যদিকে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক।

Advertisements

আরও পড়ুন ? Employees of Mukesh Ambani: দিনেই বেতন লক্ষ লক্ষ টাকা, মুকেশ আম্বানির এই দুই কর্মীর বেতন শুনলে লজ্জা পাবেন রাষ্ট্রনেতারাও

সমীক্ষকদের তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নারায়ণ মূর্তির ইনফোসিস। তালিকায় ষষ্ঠ স্থান পেয়েছে সুনীল মিত্তলের ভারতী এয়ারটেল। সপ্তম স্থানে রয়েছে আইটিসি, অষ্টম স্থানে রয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো, নবম স্থানে রয়েছে এইচসিএল টেকনোলজিস এবং দশম স্থানে জায়গা পেয়েছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের মোট মূলধন ১৫.৬ লক্ষ কোটি টাকা। টিসিএস-এর মূলধন হল ১২.৪ লক্ষ কোটি টাকা। এইচডিএফসি ব্যাংকের মোট মূলধন ১১.৩ লক্ষ কোটি টাকা। আইসিআইসিআই ব্যাংকের মোট মূলধন ৬.৪৭ লক্ষ কোটি টাকা। ইনফোসিস-এর মোট মূলধন ৫.৭১ লক্ষ কোটি টাকা। ভারতী এয়ারটেলের মোট মূলধন ৫.৫৫ লক্ষ কোটি টাকা। আইটিসির মোট মূলধন ৫.৩৬ লক্ষ কোটি টাকা। লার্সেন অ্যান্ড টুব্রোর মোট মূলধন ৪.০২ লক্ষ কোটি টাকা। এইচসিএল টেকনোলজিসের মোট মূলধন ৩.৪৩ লক্ষ কোটি টাকা এবং কোটাক মহিন্দ্রা ব্যাংক রয়েছে ৩.৪১ লক্ষ কোটি টাকা মূলধন।

Advertisements