নিজস্ব প্রতিবেদন : মাত্র কয়েক বছরে ভারতীয় রেলে (Indian Railways) এসেছে যুগান্তকারী বিভিন্ন পরিবর্তন। এমনিতেই বরাবর ভারতীয় রেলের জনপ্রিয়তা ভারতীয় নাগরিকদের কাছে চরমে। ইদানিংকালে আবার এই জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যাওয়ার পাশাপাশি বেড়েছে রেলের উন্নয়ন। সেই উন্নয়নের হাত ধরেই রেল ট্র্যাকে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মত ট্রেন।
বর্তমানে ভারতে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। যার মধ্যে ৩৯ টি বিভিন্ন রুটে যাতায়াত করে আর দুটি ট্রেনকে রাখা হয়েছে রিজার্ভ হিসাবে। লক্ষ্য করলে দেখা যাবে যেসব রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে সেই প্রত্যেকটি রুটে বন্দে ভারত ট্রেনে যাত্রী চাহিদা ব্যাপক। কোন সময় সেই ভাবে সিট ফাঁকা দেখা যায় না।
ভারতের বন্দে ভারত এক্সপ্রেসের এমন জনপ্রিয়তা দেখে এবার বিদেশের (Vande Bharat in foreign) বিভিন্ন দেশ ভারতের কাছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের জন্য আবেদন জানিয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। বিভিন্ন দেশের তরফ থেকে এমন আবেদনের পরিপ্রেক্ষিতে এবার জল্পনা তৈরি হয়েছে বিদেশের মাটিতেও ভারতের তৈরি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের দেখা মিলতে পারে। তবে ভারতীয়দের চাহিদা মেটানোর পরেই এমনটা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।
বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা যেভাবে দিন দিন বেড়ে চলেছে তাতে দেশের বিভিন্ন রুটে এই ট্রেনের জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। কেন্দ্র সরকারের তরফ থেকে সাধারণ মানুষদের চাহিদা অনুযায়ী যাতে খুব তাড়াতাড়ি এই ট্রেন পৌঁছে দেওয়া যায় সেই দিকে নজর রাখছে। এর পাশাপাশি বন্দে ভারত ট্রেনের স্লিপার ও মেট্রো ভার্সন খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলেও জানানো হয়েছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি করা ভারতের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। তবে ভারতীয় ইঞ্জিনিয়াররা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তা করে দেখিয়েছেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে দেশের মাটিতে এমন ট্রেন চালানোর পাশাপাশি আগামী দিনে ইউরোপ, আমেরিকার মতো দেশেও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রপ্তানি করা হতে পারে। এমন রপ্তানি শুরু হতে পারে ২০২৫-২৬ অর্থবর্ষে।