Betel Leaves: একখিলি পানেই লুকিয়ে ম্যাজিক! আবহাওয়ার খামখেয়ালীপনাতেও কাছে আসবে না সর্দিকাশি, কোষ্ঠকাঠিন্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

Use betel leaves remedies to get rid of cold and constipation: আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা পান খেতে অত্যন্ত পছন্দ করেন। আগেকার দিনে অতিথি সেবার কাজে পানের (Betel Leaves) বহুল ব্যবহার প্রচলিত ছিল। যে কোনো উৎসব অনুষ্ঠানেও আর সম্পন্ন হওয়ার শেষে মুখ শুদ্ধি হিসেবে দেওয়া হতো এক খিলি পান। বাঙালির জীবনের সঙ্গে তাই দীর্ঘদিন ধরেই জড়িয়ে আছে পান। পানের রসের গুনাবলী ও শরীরের জন্য অত্যন্ত উপকারী। ডক্টর স্মিতা বরোদে জানিয়েছেন ঈষৎ কষা স্বাদ যুক্ত এই পানে আছে ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড সহ আরো নানা ধরনের উপাদান, যা মানব দেহের সুস্থতার ক্ষেত্রে বিশেষ ভাবে উপযোগী৷ জেনে নিন পানে ঠিক কি কি গুণাবলী বর্তমান।

Advertisements

১) অনেকেই কোষ্ঠকাঠিন্যর সমস্যায় অত্যন্ত কষ্ট পান। পানপাতার (Betel Leaves) রস এই কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করতে সাহায্য করে৷ শুধু তাই নয় পান এর রস স্টমাক আলসার সহ পেটের অন্যান্য সমস্যা গুলিকে ও দূর করতে সাহায্য করে৷

Advertisements

২) ঠান্ডা লাগা ও সর্দিকাশির সমস্যা থেকে মুক্তি পেতে পান পাতার রস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুসফুসের সংক্রমণ ও হাঁপানি দূর করতেও এটি অত্যন্ত উপকারী৷

Advertisements

৩) শরীরের কোনো স্থানে অল্প কেটে ছিঁড়ে গেলে সেখানে পানপাতার (Betel Leaves) রস লাগানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এতে সাময়িক ভাবে যন্ত্রণার উপশম হয়৷ পানপাতার রসে শরীরের অভ্যন্তরীণ যন্ত্রণাও কমে যায়

৪) গা বমি ভাব দূর করতে পান পাতার রস অত্যন্ত উপকারী৷ পানের রসে বমির সমস্যা যেমন দূর হয় ঠিক তেমনি নিঃশ্বাসে ও মুখের দুর্গন্ধও দূর করে এই পানপাতার রস৷ মাউথ ফ্রেশনার হিসেবে এটি অত্যন্ত কার্যকরী।

আরও পড়ুন ? Perfect time for Drink water: খাওয়ার সময় জল পান করে থাকেন! অজান্তেই ডেকে আনছেন শতাধিক রোগ

৫) পানের মধ্যে আছে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্যই পান পাতা দাঁত ও মাড়ির জন্য অত্যন্ত উপকারী৷ পান পাতার (Betel Leaves) রস দাঁতের ক্যাভিটি, দাঁতের অন্যান্য সমস্যা এবং মাড়ির সংক্রমণে অত্যন্ত কার্যকর৷ দাঁত ও মাড়ির যন্ত্রণা দূর করতে, দাঁতের গোড়া ফুলে ওঠা কমাতে ঘরোয়া টোটকা হিসেবে পান পাতার রস ব্যবহার করা যেতে পারে৷

৬) পানের সঙ্গে সুপুরির মিশ্রণ সেক্স ড্রাইভ বা যৌন খিদে বৃদ্ধির অন্যতম একটি উপাদান বলে মনে করা হয়।

Advertisements