নিজস্ব প্রতিবেদন : পুরাতন বছর শেষ করে শুরু হয়ে গিয়েছে নতুন বছর। শুধু নতুন বছর শুরু হওয়া নয়, দেখতে দেখতে নতুন বছরের দুটি মাস পার হতে চলল। নতুন বছর শুরু হয়ে যাওয়া মানেই কাজের চাপ বেড়ে যাওয়া। আর কাজের চাপ বেড়ে যাওয়ার অর্থ হলো ছুটি ছাঁটা কম। শেষ লম্বা ছুটি পাওয়া গিয়েছিল ডিসেম্বর মাসে। এরপর আর সেই ভাবে ছুটি নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে সামনেই টানা তিন দিন ছুটি আসছে। আর সেই ছুটিকে কাজে লাগিয়ে কাজের ক্লান্তি দূর করা যেতে পারে নতুন ট্যুর প্ল্যানে (Holiday tour plan)।
এমনিতেই লক্ষ্য করলে দেখা যায়, বাঙ্গালীদের মধ্যে ঘুরতে যাওয়ার প্রবণতা অনেক বেশি। এক দুদিনের ছুটি পেলেই তারা কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান সেরে ফেলেন। এমনকি একদিনের ছুটিতেও ছোটখাটো ট্রিপ করতে ছাড়েন না বাঙালিরা। তবে সামনেই যখন টানা তিন দিনের ছুটি রয়েছে তখন একটু দূরেও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করা যেতেই পারে।
তবে যদি কেউ সামনের লম্বা ছুটিতে ঘুরতে যাওয়ার কোথাও প্ল্যান করেন তাহলে তাকে আগাম সবকিছু বুকিং করে রাখতে হবে। কেননা সামনের লম্বা ছুটিতে রীতিমতো জনপ্রিয় সব পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ঢেউ নামবে। আশা করি বুঝতে পারছেন কোন টানা ৩ দিনের ছুটির কথা বলা হচ্ছে। যে তিন দিনের টানা ছুটির কথা বলা হচ্ছে সেটি হল দোল পূর্ণিমার সময়।
আরও পড়ুন ? Offbeat Tourist places: দিঘা, পুরি অনেক হল, এবার কলকাতা থেকে ৭০ টাকা খরচে ঘুরে আসুন মনের মত এই জায়গা
চলতি বছর দোল পূর্ণিমা পড়েছে একেবারে মার্চ মাসের শেষের দিকে। বাংলা মাসের হিসেব করলে এবার চৈত্র মাসে পড়েছে হোলি এবং দোল পূর্ণিমা। আর সেই সময়ই টানা তিন দিনের সুযোগ পাবেন সরকারি কর্মচারীরা। এমনিতেই দোলের সময় বহু মানুষ রয়েছেন যারা দীঘা, দার্জিলিং, পুরি সহ বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। যে কারণে ওই সময় ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। একইভাবে হোটেলগুলির বুকিংও আগাম করে রাখেন অনেকেই। এসবের পরিপ্রেক্ষিতে যদি দোলের সময় আপনার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে আগেই সব বুকিং করে নিতে হবে।
চলতি বছর হোলি এবং দোল পূর্ণিমা একই দিনে পড়েছে আর সেই দিনটি হল ২৫ মার্চ। ২৫ মার্চ হল সোমবার, আর তার আগে ২৩ ও ২৪ মার্চ পড়ছে শনিবার এবং রবিবার। সাধারণ ছুটি হিসেবে সরকারি কর্মচারীরা শনিবার এবং রবিবার ছুটি পেয়ে থাকেন। সোমবার ছুটি পাওয়া যাবে দোল পূর্ণিমা ও হোলি উপলক্ষে। আবার সরকারি কর্মচারীদের মতো ব্যাঙ্ককর্মীরাও টানা তিন দিন ছুটি পাবেন। কেননা ২৩ মার্চ শনিবার পড়েছে মাসের চতুর্থ শনিবার।