SBI Recruitment: মাসে মাসে মিলবে ৩৬ হাজার, ১৩১ জনকে নিয়োগ করবে SBI, দেখে নিন আবেদন পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সরকারি চাকরি প্রতিটি চাকরিপ্রার্থীদের জন্য আশীর্বাদ স্বরূপ। কেননা সরকারি চাকরি একবার জোটাতে পারলে ভবিষ্যৎ নিয়ে আর কোন চিন্তা করতে হয় না। অন্যদিকে যে সকল চাকরি প্রার্থীরা চাকরির জন্য মুখিয়ে থাকেন তাদের অনেককেই ব্যাঙ্কের চাকরির জন্য প্রস্তুতি নেন। ব্যাংকের চাকরির জন্য যারা প্রস্তুতি নিয়ে থাকেন তাদের জন্য এবার সুখবর নিয়ে হাজির স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে মোট ৬টি পদে মোট ১৩১ জনকে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বেতনের ক্ষেত্রেও পোস্ট অনুযায়ী ভাগ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) পদে যারা নিযুক্ত হবেন তাদের শুরুতেই প্রতি মাসে ৩৬ হাজার টাকা দেওয়া হবে এবং পরে তা বেড়ে হবে ৬৩ হাজার টাকা।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ম্যানেজার (ক্রেডিট অ্যানালিস্ট) পদে নিয়োগ করা হবে মোট ৫০ জনকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) পদে নিয়োগ করা হবে ২৩ জনকে, ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) পদে নিয়োগ করা হবে ৩ জনকে, ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট) পদে ৫১ জন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাপ্লিকেশন সিকিউরিটি) পদে ৩ জনকে এবং সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসর পদে নিযুক্ত করা হবে ১ জনকে।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways Job News: রেলের চাকরিতে বড় ধামাকা, বড় বেতনে একসঙ্গে ৯ হাজার নিয়োগ

এই সকল শূন্য পদে আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করার জন্য www.sbi.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এখানেই এই সকল শূন্য পদের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেমন বেতন ইত্যাদি সম্পর্কে জেনে নেওয়া যাবে। যে সকল চাকরি প্রার্থীরা এই বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগের জন্য আগ্রহী তাদের আবেদন করতে হবে আগামী ৪ মার্চের মধ্যে।

যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাবেন তাদের বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪২ বছর। তবে সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও চাকরিপ্রার্থীদের ন্যূনতম স্নাতক হতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আবেদনের ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর চাকরিপ্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না। তবে যারা সাধারণ শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছেন তাদের আবেদন ফি হিসেবে দিতে হবে ৭৫০ টাকা।

Advertisements