Lakshmir Bhandar New Announcement by Mamata: মে নয়, কবে থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০, ১২০০ টাকা, নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের দেওয়া লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা আগেই বাড়ানোর ঘোষণা করেছে সরকার। এবার সেই বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা অর্থাৎ ১০০০, ১২০০ টাকা কবে থেকে রাজ্যের মহিলারা পাবেন সেই ঘোষণা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে (Lakshmir Bhandar New Announcement by Mamata)।

Advertisements

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের সিউড়িতে একটি সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যে অনুষ্ঠানটি আয়োজিত হয় সিউড়ির চাঁদমারি ময়দানে। যেখানে বক্তব্য রাখার সময় তৃণমূল সরকারের তরফ থেকে যে সকল উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং আগামী দিনে করা হবে তার পরিসংখ্যান তুলে ধরে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে তিনি একহাত নেন। আর এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এমন নতুন ঘোষণা করতে দেখা গেল।

Advertisements

চলতি বছর রাজ্য বাজেটে সাধারণ মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ৫০০ টাকা বাড়িয়ে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা বাড়িয়ে ১২০০ টাকা করা হবে এমন ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে সেই টাকা কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ির এই মঞ্চ থেকে এই বিষয়টি নিশ্চিত করে দিলেন।

Advertisements

আরও পড়ুন ? Lakshmir Bhandar: বাপ বাপ বলে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! শুধু করতে হবে একটি কাজ

এর আগে বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের এই টাকা মে মাস থেকে পাওয়া যাবে এমনটাই শোনা যাচ্ছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সিউড়ির মঞ্চ থেকে যা জানালেন তাতে, মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই বর্ধিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা। রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকেই বর্ধিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে।

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সিউড়ির মঞ্চ থেকে জানিয়ে দিলেন, যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকবেন তাদের পরবর্তীতে যখন ৬০ বছর বয়স হয়ে যাবে তখন আর নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন জানাতে হবে না। নির্ঝঞ্ঝাটে কোনরকম বাধা-বিপত্তি ছাড়াই তারা মাসে মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণার পর রাজ্যের বহু মহিলাদের টাকা নিয়ে কৌতুহল দূর হলো এবং তারা ভবিষ্যৎ নিয়েও নিশ্চিন্ত হলেন।

Advertisements