Cheap Rate Hotels: দিঘা হোক বা দার্জিলিং, মাত্র ৪০ টাকা থেকে শুরু রুম, বুকিং করুন এইভাবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো দীঘা (Digha) এবং দার্জিলিং (Darjeeling)। এই সব জায়গা ছাড়াও রয়েছে বকখালি (Bakkhali) সহ বিভিন্ন এলাকা। তবে এই সকল জায়গায় ঘুরতে গেলে প্রথমেই যার পিছনে সবচেয়ে বেশি টাকা খরচ করতে হয় সেটি হল হোটেল রুম। যে কারণে বহু পর্যটক এই সকল জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেও পিছপা হন।

Advertisements

তবে এবার রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে এমন এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে মাত্র ৪০ টাকা থেকে মিলবে হোটেলে থাকার রুম। বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য হলেও এই ভাবে বুকিং করলে কিন্তু ৪০ টাকা থেকেই রুম (Cheap Rate Hotels) পাওয়া যাবে দীঘায়। একইভাবে সামান্য খরচেই রুম পাওয়া যাবে দার্জিলিং এবং বকখালিতে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রমিক কল্যাণ দপ্তরের (West Bengal Labour Welfare Board) তরফ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের শ্রমিক কল্যাণ দপ্তরের তরফ থেকে যে সকল রুম সস্তায় দেওয়া হচ্ছে তা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে https://wblwb.org/html/holiday_homes.php ওয়েবসাইটে। যেখানে উল্লেখ রয়েছে দীঘা, দার্জিলিং, বকখালি, কলকাতা এবং শিলিগুড়িতে সস্তায় থাকার জন্য রুম দেওয়া হচ্ছে। তবে এই সকল জায়গায় সস্তায় রুম পেতে হলে তাকে শ্রমিক হতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Offbeat Tourist places: দিঘা, পুরি অনেক হল, এবার কলকাতা থেকে ৭০ টাকা খরচে ঘুরে আসুন মনের মত এই জায়গা

ওই ওয়েবসাইট থেকে যে তথ্য যাচ্ছে তা থেকে জানা গিয়েছে, দিঘায় নন এসি রুম পাওয়া যাচ্ছে মাত্র ৪০ টাকায়। ডবল বেডের জন্য দিতে হবে ৮০ টাকা এবং ৪ ও ৫ বেডের জন্য দিতে হবে ১০০ টাকা। ১৬ বেডের ডরমেটরি রুম নিতে হলে খরচ করতে হবে ৩২০ টাকা। শ্রমিকরা ছাড়াও অন্যান্যরাও এই সকল রুম পাবেন, তবে তাদের আরও একটু বেশি খরচ করতে হবে। তাদের জন্য ভাড়া শুরু হচ্ছে ৩০০ টাকা থেকে ২৪০০ টাকা। একইভাবে বকখালিতে নন এসি রুমের জন্য ভাড়া দিতে হবে ৮০ টাকা, এসি কটেজের জন্য ভাড়া দিতে হবে ৫০০ টাকা, ২০ বেডের ডরমেটরি রুমের জন্য দিতে হবে ৪০০ টাকা। দার্জিলিংয়ে ১০ বেডের ডরমেটরি রুমের জন্য দিতে হবে ৫০০ টাকা, দুই বেডের রুমের জন্য ১০০ টাকা এবং তিন বেডের রুমের জন্য ১৫০ টাকা খরচ করতে হবে। শিলিগুড়ি এবং কলকাতায় যে গেস্ট হাউস রয়েছে সেগুলিতে মাথাপিছু খরচ হবে মাত্র ৫০ টাকা। এই সকল রুমগুলিতে শ্রমিকরা ছাড়াও অন্যান্যরাও থাকতে পারবেন তবে খরচ বেশি।

এই সকল রুমের সুবিধা নিতে হলে গেস্ট হাউসগুলির ফোন নম্বরে ফোন করে বুকিং করা যেতে পারে অথবা ঠিকানায় গিয়ে সরাসরি বুকিং করা যেতে পারে। দীঘায় যে গেস্ট হাউসটি রয়েছে সেটি অবস্থিত দীঘার বিজ্ঞান মিউজিয়ামের উল্টোদিকে, নাম দীঘা হলিডে হোম। বকখালীতে থাকা গেস্ট হাউসটির নাম বকখালি হলিডে হোম এবং দার্জিলিঙে যে গেস্ট হাউসটি রয়েছে সেটি আচার্য জগদীশচন্দ্র বোস রোডের ওপর দার্জিলিং হলিডে হোম।

Advertisements