New projects are going to be launched after Bagdogra Airport Expansion: খুব শীঘ্রই শুরু হতে চলেছে বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামোর (Expansion of Bagdogra Airport) কাজ। বিমান যাত্রীদের কথা মাথায় রেখে আন্তর্জাতিক বিমান পরিষেবা দিতে এই সিদ্ধান্ত বিমানবন্দর কর্তৃপক্ষ সহ দার্জিলিংয়ের বিজেপি সংসদ রাজু বিস্ত-র। গত বৃহস্পতিবার এক সাংগঠনিক বৈঠকে আলোচনার পর এই পরিকাঠামো তৈরীর ঘোষণা করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। বৈঠকে উপস্থিত থাকেন ব্যবসায়ী সংগঠন, বিমানবন্দর কর্তৃপক্ষ, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ এবং পর্যটন ব্যবসায়ীরা। বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি তৈরি হবে নিউ টার্মিনাল।
এমন সিদ্ধান্তের কারণ কি? সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে বাগডোগরা বিমানবন্দরে বিমান চলাচল করে ৩৬ টা। বন্দরের লাউঞ্জ খুব একটা বেশি নয়। মাত্র ১০ হাজার স্কোয়ার ফুট। বিমান যদি আস্তে দেরি করে তাহলে লাউঞ্জে আর ফাঁকা জায়গা থাকে না। ফলে সমীক্ষা অনুযায়ী বছরে প্রায় ২৫ লক্ষ যাত্রী যাতায়াত করে বিমানবন্দরে। যা চলতি বছরে প্রায় ৩০ লক্ষ হতে পারে। যার ফলে জটিলতা সৃষ্টি হতে পারে বাগডোগরা বিমানবন্দরে।
এর পাশাপাশি কেন্দ্রীয় পরিবহন দপ্তরের সমীক্ষা বলছে, দিনদিন যে হারে যাত্রী সংখ্যা বাড়ছে তাতে করে ২০৩৬ সালে এই যাত্রী সংখ্যা দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১ কোটি হতে পারে। এতে যাত্রীদের সুবিধা প্রদান করা বাগডোগরা বিমানবন্দরের পক্ষে চাপের হয়ে যাবে। সেই সব বিষয় চিন্তা করেই এই পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তৈরি হবে নিউ টার্মিনাল। যার ফলে লাউঞ্জের আয়তন অনেকটাই বৃদ্ধি পাবে। প্রায় ১০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার স্কোয়ার ফুট লাউঞ্জের আয়তন হবে।
শুধু তাই না, যাত্রীদের আন্তর্জাতিক এবং দেশীয় বিমানে যাতায়াতের জন্য তৈরি হবে পৃথক পৃথক লাউঞ্জ। পরিবর্তন করা হবে রানওয়ের পরিকাঠামোকে। আসলে বাগডোগরার সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার সংযুক্তি ঘটালেই বিমানবন্দরে বাড়বে পর্যটকদের ভিড়। তাই বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের (Expansion of Bagdogra Airport) আলোচনা দ্রুত করা হয়েছে বলে জানিয়েছেন, অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজমের সভাপতি রাজ বসু।
শোনা যাচ্ছে, আগামী মার্চ মাস থেকেই শুরু হবে বাগডোগরা বিমানবন্দর পরিকাঠামো সম্প্রসারণের কাজ। সেনাবাহিনী, রাজ্য-কেন্দ্র যৌথ উদ্যোগে শুরু হবে এই কর্মকান্ড। যার জন্য ১০০ একর জমি দিয়েছে রাজ্য সরকার। যেখানে তৈরি হবে নিউ টার্মিনাল। এই বিমানবন্দর সম্প্রসারণের কাজে প্রায় ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হবে এই কাজ। প্রথম পর্যায়ে বরাদ্দ করা হয়েছে দেড় হাজার কোটি টাকা। যার কাজ শুরু হবে আগামী মার্চ মাস থেকে এবং সম্পূর্ণ হবে ২০২৬ সালের জুলাই মাসে। প্রাথমিক পর্যায়ের কাজ শেষ হলে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের কাজ। এই খাতেও বরাদ্দ করা হয়েছে দেড় হাজার কোটি টাকা।
বাগডোগরা বিমানবন্দর পরিকাঠামো সম্প্রসারণের (Expansion of Bagdogra Airport) এই নতুন প্রকল্পের শীলন্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা বিমানবন্দরের ভিতর থেকে শোনা যাচ্ছে। তবে ভার্চুয়ালি নাকি বাগডোগরা বিমানবন্দরে স্বয়ং উপস্থিত হয়ে এই প্রকল্পের বাস্তবায়ন করবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে খুব শীঘ্রই তার উত্তর পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যা খতিয়ে দেখছে প্রধানমন্ত্রীর দপ্তর। মূলত সকলের সাহায্যেই বাগডোগরা বিমানবন্দরের এই নতুন প্রকল্প চালু হচ্ছে বলে জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত এই কর্মযজ্ঞ কতটা সফলতা অর্জন করে সেটাই দেখার।