নিজস্ব প্রতিবেদন : চাকরির জন্য প্রতিটি বেকার যুবক-যুবতীরাই চাতক পাখির মত বসে রয়েছেন। সরকারী হোক অথবা বেসরকারি সব ধরনের চাকরির জন্য তারা ছুটে বেড়াতে দেখা যায়। তবে এসবের মধ্যে আবার অনেকেই রয়েছেন যারা ব্যাঙ্কের চাকরির (Bank Recruitment) জন্য প্রস্তুতি নিচ্ছেন। ব্যাংকের চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সুখবর দিল ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank)।
সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে তাদের ব্যাংকে নিয়োগের (Indian Bank Recruitment) বিষয়ে একটি বিজ্ঞপ্তি বের করা হয়েছে। যেখানে বলা হয়েছে, লিখিত পরীক্ষা ছাড়াই তাদের ব্যাংকে নিয়োগের বড় সুযোগ দেওয়া হচ্ছে। ইন্টারভিউ পদ্ধতিতেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থী এবং তাদের নিয়োগ করা হবে। যারা এই ব্যাংকের শূন্যপদগুলিতে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক হতে হবে।
চিফ ফিনান্সিয়াল অফিসার, কোম্পানি সেক্রেটারি, হেড অফ হিউম্যান রিসোর্স ও হেড অফ টেকনোলজি নামে চারটি পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে ব্যাংকের তরফ থেকে। প্রত্যেক পদের জন্য একজন করে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ মোট চারটি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে এবং পরবর্তীতে সেই চুক্তির মেয়াদ পারফরমেন্সের উপর ভিত্তি করে বৃদ্ধি করা হবে।
আরও পড়ুন ? Indian Railways Job News: রেলের চাকরিতে বড় ধামাকা, বড় বেতনে একসঙ্গে ৯ হাজার নিয়োগ
চিফ ফিনান্সিয়াল অফিসার পদে যারা নিযুক্ত হতে চান তাদের বয়স হতে হবে ৩৫ থেকে ৫৭ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টান্সি ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি বিএফএসআই-এ ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি সেক্রেটারি পদে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ৩০ থেকে ৫৭ বছর এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। আইনের স্নাতক হলে অগ্রাধিকার পাওয়া যাবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে কোন একটি সংস্থায় কাজের অভিজ্ঞতা দেখাতে হবে।
হেড অফ হিউম্যান রিসোর্স ও হেড অফ টেকনোলজি শূন্য পদের জন্য ন্যূনতম বয়স হতে হবে ৩৬ থেকে ৫৭ বছর। হেড অফ হিউম্যান রিসোর্স পদের জন্য এমবিএ পাস হতে হবে এবং হেড অফ টেকনোলজি শূন্য পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। যে সকল চাকরিপ্রার্থীরা এই সকল শূন্য পদে আবেদন করতে ইচ্ছুক তাদের ২৯ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে সাধারণ শ্রেণি ওবিসি শ্রেণীর চাকরিপ্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর চাকরিপ্রার্থীদের ১০০ টাকা বেতন ফি দিতে হবে।