East-West Metro Fare: হাওড়া ময়দান থেকে এক টোকেনে ইএম বাইপাস, দেখে নিন কত পড়বে মেট্রো ভাড়া

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know about Kolkata East-West Metro fare: তিলোত্তমা নগরী কলকাতা সেজে উঠছে আপন সাজে। সম্প্রতি একাধিক রুটে একইসাথে কাজ চলছে, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ দ্রুত কাজ করছে সবকটি রুটেই। যেমন ইস্ট-ওয়েস্ট করিডোরে কাজ চলছে। আবার সমানতালে কাজ চলছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট করিডোরে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট করিডোরে (East-West Metro Fare) গঙ্গার তলা দিয়ে যাবে মেট্রো রেল এ যেনো এক অদ্ভুত নিদর্শন। কিন্তু এই উন্নত পরিবহন ব্যবস্থার জন্য সমস্ত রুটে যাতায়াতের খরচ কত হতে পারে নিশ্চয়ই আপনারও জানতে ইচ্ছা করছে।

Advertisements

প্রথমেই আলোচনা করা হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro Fare) সম্পর্কে। এখানে টার্মিনাল হল হাওড়া ময়দান থেকে দক্ষিণেশ্বর। আর এই দক্ষিণেশ্বর হল উত্তর-দক্ষিণ করিডোরের উত্তর অংশের টার্মিনালও। ভাড়া সম্পর্কে জানতে ইচ্ছুক অনেকেই। দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার ভাড়া ৩০ টাকা। অন্যদিকে হাওড়া ময়দান থেকে শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম গেলে ভাড়া পড়বে ২৫ টাকা। আবার হাওড়া ময়দান থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, নেতাজি পর্যন্ত যাওয়ার ভাড়াও কিন্তু মাত্র ২৫ টাকা। আর হাওড়া ময়দান থেকে জ্যোতিরিন্দ্রনাথ নন্দী অর্থাৎ মুকুন্দপুর এবং কবি সুকান্ত কালিকাপুর স্টেশনের ভাড়া পড়বে ৪০ টাকা।

Advertisements

এবার আসা যাক হাওড়া ময়দান-এসপ্ল্যানেড লাইন এবং নিউ গড়িয়া-বিমানবন্দর করিডোর লাইনের ভাড়া নিয়ে। এই লাইন চালু হয়ে গেলে একসঙ্গে ২-৩টি মেট্রো লাইন যুক্ত হয়ে যাবে। যাতায়াত করা এখন খুবই সহজ। একটি টোকেনের মাধ্যমে যাতায়াত করা সম্ভব হবে বলে এমনটাই জানানো হচ্ছে। আর নতুন এই ইস্ট-ওয়েস্ট (East-West Metro Fare) লাইনের নূন্যতম ভাড়া হবে ৫ টাকা সত্যি কিন্তু অবিশ্বাস্য। আবার সর্বোচ্চ ভাড়া (এসপ্ল্যানেড পর্যন্ত) হবে ১০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? Underwater Metro Fare: হাওড়া থেকে গঙ্গার নিচে দিয়ে যেতে কত ভাড়া পড়বে মেট্রোয়, দেখে নিন তালিকা

আপনারা সকলেই আশা করি জানেন যে, মেট্রো যেতে চলেছে গঙ্গার তলা দিয়ে এবং এই লাইনই হল দেশের মধ্যে সবচেয়ে প্রথম নদীর নীচ দিয়ে যাওয়া মেট্রো। কলকাতাবাসীর পক্ষে সত্যিই গর্বের বিষয়। যদি একবার এই লাইন চালু হয়ে যায় তাহলে এটিই হয়ে উঠবে হাওড়া থেকে রুবি মোড় যাতায়াতের দ্রুততম মাধ্যম।

সর্বশেষে দেখা যাক ময়দান, পার্ক স্ট্রিট, চাঁদনি চক এবং সেন্ট্রাল স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত সর্বনিম্ন ভাড়া কত পড়বে। এই সমস্ত রুটের ভাড়া হল মাত্র ১৫ টাকা। অন্যদিকে হাওড়া ময়দান থেকে মাস্টারদা সূর্যসেন অর্থাৎ বাঁশদ্রোণী এবং কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া পর্যন্ত ভাড়া পড়বে ৩০ টাকা। প্রসঙ্গত, মোট ১৬ কিলোমিটারের ইস্ট-ওয়েস্ট মেট্রো (East-West Metro Fare) লাইনে বর্তমানে ৯.২ কিলোমিটার চালু রয়েছে। ভবিষ্যতে কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রুট চালু হলে দূরত্ব বেড়ে হবে ১৩ কিলোমিটার। ফলে সংযুক্ত হবে ৩টি লাইন এবং এসপ্ল্যানেড ও নিউ গড়িয়া হয়ে উঠবে ইন্টারচেঞ্জিং স্টেশন। মাত্র একটি টোকেনের মাধ্যমে এই তিনটি লাইনে যাতায়াতও করা যাবে। তিনটি লাইনেই বসান হচ্ছে স্বয়ংক্রিয় ভাড়া নিয়ন্ত্রণ গেট।

Advertisements