Navies of 50 countries are participating in Milan 2024: ভারতীয় নৌবহর সামরিক শক্তির দিক থেকে যথেষ্ট উন্নত। তাই একদিকে যখন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা হুমকি ক্রমশ বাড়ছে, ঠিক তখনই চিন কে টেক্কা দিতে চিনের দিকে সতর্ক নজর রেখে ৫০টি দেশের নৌবাহিনী নিয়ে বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব দেখতে চলেছে ভারতীয় নৌবাহিনীর দুটি এয়ারক্রাফ্ট কেরিয়ার। ভারতীয় নৌবাহিনী মোট ৫০ দেশের নৌবাহিনী নিয়ে নৌমহড়া দিতে চলেছে। ভারতীয় নৌবাহিনীর এই নৌমহড়া অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে মিলন ২০২৪ (Milan 2024)।
মিলন ২০২৪ (Milan 2024) এর এই নৌমহড়া তে অংশগ্রহন করেছে ভারতীয় নৌবাহিনীর দুটি এয়ারক্রাফ্ট কেরিয়ার। একটির নাম আইএনএস বিক্রমাদিত্য এবং অপর টির নাম আইএনএস বিক্রান্ত। ১৯ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আড়ম্বরপূর্ন সুসজ্জিত এই মহড়া। আশা করা যাচ্ছে এই নৌ মহড়ার মধ্য দিয়ে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে চিনের প্রভাবমুক্ত রাখার বার্তা দেওয়া সম্ভব হবে।
ভারতের দুই রণতরী আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত ছাড়াও এই মহড়ায় অংশ নেবে আরও ২০ টি যুদ্ধজাহাজ, পি ৮আই এর মতো সমুদ্রে টহলদারির বিমান এবং বেশ কয়েকটি সাবমেরিন। ১৯৯৫ সালে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড এই চারটি দেশ শুরু করেছিল এই সামুদ্রিক মহড়া। আর বর্তমানে মিলন ২০২৪ (Milan 2024) এর এই মহড়াতে অংশ নেবে কোয়াড গোষ্ঠীর সদস্যরা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের নৌবাহিনী, ফ্রান্স, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার নৌ বাহিনী এই মহড়ায় অংশ নেবে।
বন্ধুত্বপূর্ণ দেশ গুলির নৌবাহিনী গুলির মধ্যে একটি ঐক্যপূর্ন সমন্বয় সাধন করাই এই মহড়ার লক্ষ্য। এ ছাড়াও ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুলিকে চিনের আগ্রাসন থেকে মুক্ত করে এই অঞ্চল দিয়ে যাতে অবাধে বাণিজ্য চালানোর লক্ষ্য ও গ্রহণ করা হয়েছে। মহড়ায় হারবার ফেজ নামে একটি আন্তর্জাতিক সেমিনার, কুচকাওয়াজ, মেরিটাইম টেক এক্সিবিশন, এক্সপার্ট এক্সচেঞ্জ, ইয়ং অফিসারদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
গত কয়েক বছর ধরে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় উপকূল অঞ্চলে ক্রমাগত নিজেদের শক্তি প্রদর্শন করে চলেছে বেজিং। পূর্ব ও দক্ষিণ চিন সাগরে তারা জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে। ফিলিপাইন্স এবং তাইওয়ানের সঙ্গেও চিনের কূটনৈতিক উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। ভারত মহাসাগরে সরাসরি চিনের সঙ্গে সংঘর্ষে না জড়ালেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশীয় দেশ গুলির সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে চলেছে। মিলন ২০২৪ (Milan 2024) এর এই নৌ মহড়া চিনের সেই আগ্রাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ন ভূমিকা গ্রহণ করবে বলেই জানা গেছে।