নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলকে (Indian Railways) ভারতের গণপরিবহনের লাইফলাইন বলা হয়। প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন, যে কারণেই ভারতীয় রেলের নামের সঙ্গে জুড়ে গিয়েছে এমন আখ্যা। যে কারণেই দেশের প্রতিটি মানুষের কাছে রেল পরিষেবা হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। আর এবার এই গুরুত্বপূর্ণ পরিষেবায় বিভিন্ন পরিবর্তন আসতে দেখা যাচ্ছে।
লোকসভা নির্বাচনের আগে যেন ভারতীয় রেল দেশের সাধারণ নাগরিকদের উপর সহায় হয়েছে আর সেই সহায় হওয়ার পরিপ্রেক্ষিতেই এই সকল বদল আসতে শুরু করেছে। রেলের তরফ থেকে সাম্প্রতিককালে যে সকল সুখবর দেওয়া হয়েছে তার মধ্যে এবার যে সুখবর দেওয়া হল তা শুনে রীতিমতো আনন্দে আটখানা রেল যাত্রীরা। কেননা এবার ভাড়া কমানোর ঘোষণা করা হয়েছে। আর সেই ভাড়া কমানোর পরিপ্রেক্ষিতেই একটি ট্রেনে এবার মাত্র ৪৫ টাকাতেই সোজা রামপুরহাট থেকে হাওড়া পৌঁছে যাওয়া যাবে।
কোভিডকালে দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি রেল পরিষেবা পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে। পরবর্তীতে রেল পরিষেবা পুনরায় চালু করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছিল এবং বেশ কিছু ট্রেনের নাম পরিবর্তন করা হয়েছিল। ঠিক সেই রকমই ভাড়া বৃদ্ধি করা হয়েছিল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের, ভাড়া বৃদ্ধি করা হয়েছিল বর্ধমান তিনপাহাড় প্যাসেঞ্জার সহ বিভিন্ন ট্রেনের। এই সকল ট্রেনের নামের পাশে স্পেশাল শব্দটি যুক্ত করে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল।
আরও পড়ুন ? Local Train Fare Decreased: সুখবর, এই রুটে এবার লোকাল ট্রেনের ভাড়া ৩০ টাকার বদলে করা হল ১০ টাকা
কিন্তু এবার রেলের তরফ থেকে ঐ সকল ট্রেনের ভাড়া পুনরায় আগের মত অর্থাৎ কোভিডকালের পূর্বের মতো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ঐ সকল ট্রেনের নামের পাশে যে স্পেশাল শব্দ যুক্ত করা হয়েছিল সেই শব্দ বাদ দেওয়া হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে রামপুরহাট-হাওড়া-রামপুরহাট রুটে পুনরায় ছুটতে শুরু করেছে রামপুরহাট-হাওড়া-রামপুরহাট বিশ্বভারতী প্যাসেঞ্জার। আগে যেখানে এই ট্রেনটির নাম দেওয়া হয়েছিল রামপুরহাট-হাওড়া-রামপুরহাট বিশ্বভারতী প্যাসেঞ্জার স্পেশাল।
পুনরায় এই ট্রেনের নাম পূর্বের নামে ফিরিয়ে আনার পাশাপাশি ভাড়া করা হয়েছে আগের মতই ৪৫ টাকা। কোভিড পরবর্তী সময়ে এই ট্রেনেরই ভাড়া গুনতে হচ্ছিল ৮৫ টাকা। একইভাবে অন্যান্য বিভিন্ন ট্রেনের ভাড়া আগের মতোই করা হয়েছে। তালিকায় রয়েছে বর্ধমান-রামপুরহাট-বর্ধমান তিনপাহাড় প্যাসেঞ্জার। এই ট্রেনটিতে আগে ভাড়া দিতে হতো ৫৫ টাকা, এখন ভাড়া দিতে হবে ২৫ টাকা।