নিজস্ব প্রতিবেদন : অরিজিৎ সিং (Arijit Singh) নামটিই এখন দেশ-বিদেশের মানুষের কাছে যথেষ্ট। সামান্য মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বড় হয়ে ওঠা এই যুবক দাপিয়ে বেড়াচ্ছে মুম্বাই সহ গোটা দেশ। সত্যি বলতে এখন অরিজিতের মতো জনপ্রিয় গায়ক খুঁজে পাওয়া যায় না বললেই চলে। তবে এত জনপ্রিয় হয়েও কিন্তু অরিজিৎ সব সময় সহজ সরল সাদামাটা মানুষের মতো জীবনযাপন করে থাকেন।
অরিজিৎ সিং-এর গানের পাশাপাশি তার সাদামাটা জীবনযাপন তাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। এখন তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে, তার নাম শুনলেই অনেকে তাকে একবার দেখতে ছুটে যান। তার যে সকল কনসার্ট হয় সেখানে হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে। আর এইরকম একজন সেলিব্রিটির অটোগ্রাফ (Arijit Singh Autograph) মানে বুঝতেই পারছেন। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও (Arijit Singh Autograph Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আসলে ওই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে একটি বড় কারণ রয়েছে। আর সেই কারণটি হল, ফটোগ্রাফের জন্য গায়কের দিকে ছুঁড়ে দেওয়া মহিলার গায়ের টপ। হ্যাঁ, বিষয়টি অবাক করা হলেও এমনটাই ঘটেছে একটি লাইভ কনসার্টে। যেখানে এক মহিলা অরিজিতের অটোগ্রাফ নেওয়ার জন্য নিজের গায়ের টপ খুলে তার দিকে ছুঁড়ে দেন।
আরও পড়ুন ? গান থামিয়ে হঠাৎ দর্শকদের দিকে মাইক ছুঁড়লেন অরিজিৎ! মুহূর্তে ভাইরাল হলো ভিডিও
জানা যাচ্ছে, সম্প্রতি নেপালে গায়কের একটি কনসার্ট ছিল। যেখানে তার গান শোনার জন্য দূর-দূরান্ত থেকে দর্শকরা ছুটে এসেছিলেন। কনসার্টে গান গাওয়ার সময় অরিজিৎকে কেউ অটোগ্রাফ দেওয়ার জন্য আবেদন জানান। আর অরিজিৎ সেই আবেদন মত কয়েকজনকে অটোগ্রাফ দেওয়া শুরু করেন। এরই মধ্যে দেখা যায় দর্শকাসন থেকে একটি মহিলাদের গায়ের টপ মঞ্চে ছোঁড়া হয়। আসলে ওই টপেও অটোগ্রাফ চাওয়া হয়।
অরিজিৎ সিং যখন মঞ্চের মধ্যে দর্শকাসন থেকে অটোগ্রাফের জন্য ছুঁড়ে দেওয়া বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে অটোগ্রাফ দিচ্ছেন ঠিক সেই সময় ওই টপটিও তার হাতে আসে। আর সেই টপ দেখে তিনি রীতিমতো লজ্জায় পড়ে যান। তবে সেই লজ্জা নিবারণ করেই অরিজিৎ দর্শকদের খুশিতে ভরিয়ে দিতে ওই মহিলার ট্যাঙ্ক টপে সই করে টপটি ফিরিয়ে দেন।