নিজস্ব প্রতিবেদন : সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসের শুরুতেই ঘোষণা হয়ে যাবে দেশের ১৮ তম লোকসভা নির্বাচনের সূচি (Lok Sabha Election 2024)। তবে এই লোকসভা নির্বাচনের আগে এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালি। সন্দেশখালিকে ঘিরে আমজনতার মধ্যে প্রশ্ন, এবার লোকসভা নির্বাচনে কেমন ফলাফল করবে রাজ্যের শাসক দল তৃণমূল?
লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই বেশ কিছু সমীক্ষা সংস্থা তাদের সমীক্ষার ফলাফল (Lok Sabha Election 2024 opinion poll) বের করতে শুরু করেছে। সেই সকল সমীক্ষার ফলাফল থেকে যা জানা যাচ্ছে তাতে এবারের লোকসভা নির্বাচনে আহামরি কিছু ফলাফল করতে পারবে না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। চলুন দেখে নেওয়া যাক সম্প্রতি সামনে আসা তিনটি সমীক্ষা সংস্থার জনমত সমীক্ষা।
দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ সংস্থার সমীক্ষা অনুযায়ী এবার লোকসভা নির্বাচনে অনেকটাই ব্যাকফুটে থাকবে তৃণমূল। স্বাভাবিকভাবেই তাদের সমীক্ষা অনুযায়ী অনেকটাই অ্যাডভান্টেজ পাবে পদ্ম শিবির। তাদের সমীক্ষায় যে ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে বিজেপির আসন সংখ্যা তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। তাদের সমীক্ষা অনুযায়ী এবার তৃণমূল ৩১.৮৬ শতাংশ ভোট পেয়ে মাত্র ১৩ টি আসন পেতে পারে। অন্যদিকে বিজেপি ৪১.৭৮ শতাংশ ভোট পেয়ে পেতে পারে ২৯ টি আসন। বাকি অন্য কোন দল পশ্চিমবঙ্গ থেকে সিট দখল করতে পারবেনা।
আরও পড়ুন ? SDPI: মমতার মাথায় হাত! তৃণমূলের চাপ বাড়িয়ে এই ৭ লোকসভা কেন্দ্রে প্রার্থী নতুন এই রাজনৈতিক দলের
অন্যদিকে মুড অফ দ্য নেশন ফেব্রুয়ারি মাসে একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে এবং সেই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, গত বছরের মতো এই বছরও তৃণমূল ২২ টি আসন পাবে। অন্যদিকে বিজেপি পাবে ১৯ টি আসন। তাদের সমীক্ষা অনুযায়ী বামফ্রন্ট অথবা কংগ্রেস একটি আসন পেতে পারে।
দ্য ফেডেরাল পুঁথিয়া থালাউমুরাই অ্যাপ্ট ২০২৪ সংস্থা, মুড অফ দ্য নেশন ছাড়াও TV-CNX একটি জনমত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে। তাদের এই সমীক্ষা অনুযায়ী অবশ্য রাজ্যের শাসক দল তৃণমূল অনেক অ্যাডভান্টেজ পেতে চলেছে এবারের লোকসভা নির্বাচনে। তাদের সমীক্ষা অনুযায়ী এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি সিট পাবে মাত্র ১০ টি। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৩০ টি আসন। বাকি দুটি আসন যাবে অন্যান্যদের ঝুলিতে। তৃণমূল পেতে পারে ৪৮ শতাংশ ভোট এবং বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ। বামফ্রন্ট ৬ এবং কংগ্রেস পেতে পারে ৭ শতাংশ ভোট।