Visit the Grand Canyon of Bengal from Marble Lake in Purulia: মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত হলো গ্র্যান্ড ক্যানিয়ন। কলোরাডো নদী প্রবাহিত হয়েছে এই গিরিখাতের মধ্য দিয়ে। এই গিরিখাত এর প্রাকৃতিক সৌন্দর্যের কথা মুখের ভাষায় প্রকাশ করা যায় না। তবে সবার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সৌন্দর্য উপভোগ করার সাধ্য হয়ে ওঠে না। কিন্তু আমাদের বাংলাতেই আছে এমন একটি লেক (Marble Lake), যাকে এক কথায় গ্র্যান্ড ক্যানিয়ন বলা যায়।
রুক্ষ লাল মাটি অঞ্চল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছেই আছে এক গিরিখাত। তারই মাঝখান থেকে প্রবাহিত হয়েছে একটি সিক্ত হ্রদ। এই হ্রদ কে মার্বেল লেক (Marble Lake) নামে চিহ্নিত করা হয়। এই হ্রদটিকেই স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকরা গ্র্যান্ড ক্যানিয়ন এর সঙ্গে তুলনা করেন। অযোধ্যা পাহাড়ের চূড়া থেকে বামনি ফলস যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলে দেখা মেলে এই জলাশয় এর।
মার্বেল লেক (Marble Lake) এর আরো একটি নাম হলো পাতাল ড্যাম৷ আবার এই হ্রদের জলরাশির রং ঘন নীল হওয়ার কারণে এটি আবার নীল ড্যাম নামেও পরিচিত৷ জানা যায় পৃথিবীর চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রোজেক্টের কাজের জন্য বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙার কাজ হয়েছিল। সে সময় সেই পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়৷ এটি অযোধ্যা পাহাড়ের অন্যতম জনপ্রিয় পর্যটন ক্ষেত্র কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়।
পুরুলিয়া জেলা প্রশাসনের তরফ থেকে এই জায়গা থেকে আরো সুন্দর করে সাজিয়ে অযোধ্যা পাহাড় এর পাশাপাশি একেও মানচিত্রে স্থান দেওয়ার প্রয়াস করা হচ্ছে। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মত অত গভীর না হলেও এত তারই ক্ষুদ্র সংস্করণ হিসেবে পুরুলিয়ায় বিরাজ করছে এই হ্রদ। আর তার পাশেই রয়েছে, লম্বা সবুজ জঙ্গল।
জেলাশাসক বলেছেন “অযোধ্যা পাহাড়ের এই সাইট সিয়িং আমরা আরও সাজিয়ে গুছিয়ে তুলে ধরব বলে পরিকল্পনা নিয়েছি। সেইসঙ্গে এই জলাশয়ে থাকা জলকে পরিশ্রুত করে পানীয় জল হিসাবে কাজে লাগানো যায় কিনা, সেটাও আমরা খতিয়ে দেখছি।” লেকের জলকে পাইপ লাইনের সাহায্যে পানীয় জল সরবরাহের জন্য কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তাও শুরু করেছে জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা প্রশাসনের ‘গো টু ভিলেজ’ প্রকল্পে মার্বেল লেক পরিদর্শন করে আধিকারিকরা এই বিষয়ে আরো উন্নয়নমূলক সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।