Autometic coach washing unit: ২০ মিনিটে বদলে যাচ্ছে আস্ত বন্দে ভারত! ভিডিও দেখালো ভারতীয় রেল

Prosun Kanti Das

Published on:

Advertisements

With the help of an automatic coach washing unit, the whole of India is changing in 20 minutes: একের পর এক উন্নত প্রযুক্তির মাধ্যমে ভারতীয় রেল ব্যবস্থা ব্যাপক উন্নত হতে চলেছে। প্রযুক্তির ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে ভারতীয় রেলওয়ে এবার এমন একটি মেশিনের ব্যবস্থা করল যার মাধ্যমে কয়েক মিনিটেই পরিষ্কার হয়ে যাবে ট্রেনের কোচ। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মেশিন (Autometic coach washing unit) চালিত হবে একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। স্বয়ংক্রিয় এই মেশিনের মাধ্যমে ট্রেনে ছাদ থেকে রেল কোচের ভিতর পর্যন্ত অনায়াসে পরিষ্কার করা সম্ভব হবে।

Advertisements

এর আগেই ভারতের রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই পরিকল্পনার কথা জানানো হয়েছিল। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়িত হতে চলেছে। এই পরিকল্পনাকে কার্যকর করে তোলার জন্য দেশের বিভিন্ন স্টেশনে বসতে চলেছে এই স্বয়ংক্রিয় সাফাই প্ল্যান্ট (Autometic coach washing unit)। এই স্বয়ংক্রিয় সাফাই প্ল্যান্ট টির নাম দেওয়া হয়েছে অটোমেটিক কোচ ওয়াশিং প্ল্যান্ট। এই মেশিন টির মাধ্যমে কিভাবে বড় আকারের একটি ট্রেন সাফাই করা সম্ভব হবে তার একটি ভিডিও ইতিমধ্যেই রেল মন্ত্রকের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

Advertisements

এই মেশিনটি সম্পর্কে ভারতীয় রেলের তরফ থেকে বিশেষ বিবৃতি দিয়ে জানানো হয়েছে নতুন এই স্বয়ংক্রিয় কোচ সাফাই প্ল্যান্টের মাধ্যমে ট্রেনের বাইরের অংশ যেমন অল্প সময়ের মধ্যেই সবাই করা সম্ভব হবে ঠিক তেমনি রেল কোচের ভিতরের অংশ গুলিকেও সহজে সাফাই করা যাবে। এই মেশিনের মাধ্যমে লোকাল ট্রেন থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ও বিলাসবহুল ট্রেন গুলিকে ও সাফাই হবে।

Advertisements

আরও পড়ুন ? Vande Bharat in foreign: ব্যাপক জনপ্রিয়তা, এবার বিদেশের এই সকল দেশও ধার চাইছে বন্দে ভারত

জানা গেছে স্বয়ংক্রিয় এই প্ল্যান্টের (Autometic coach washing unit) মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই বড় বড় ট্রেন গুলি সম্পূর্ণ ভাবে সাফাই হয়ে যাবে। রেলের তরফ থেকে এ প্রসঙ্গে জানানো হয়েছে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই দূরপাল্লার ট্রেন গুলির ২৪ টি কোচ পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই ১২ কোচের লোকাল ট্রেন পরিষ্কার করতে আরো কম সময় লাগবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে পরিষ্কার করার ফলে আর্থিক খরচ যেমন কম হবে, ঠিক তেমনি জলও অনেক কম লাগবে। ফলে জলের অপচয় রোধ করাও সম্ভব হবে।

রেল মন্ত্রকের তরফ থেকে সোস্যাল মিডিয়াতে যে ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এই স্বয়ংক্রিয় কোচ সাফাই প্ল্যান্টের (Autometic coach washing unit) মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেস কে পরিষ্কার করা হচ্ছে। দেখা যাচ্ছে ট্রেনটি ট্র্যাকে এগিয়ে আসছে এবং স্বয়ংক্রিয় মেশিনটি থেকে জল বেরিয়ে সম্পূর্ন ট্রেনটি ধুয়ে যাচ্ছে। এই ভাবেই ট্রেনের ছাদ, রেল কোচের বাইরে এবং ভিতর পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে। এক্ষেত্রে কাজ করছে ঘূর্ণামান ব্রাশ। এছাড়াও বর্জ্য পরিশোধন করার জন্যও এই প্ল্যান্টে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

Advertisements