Dwarka Expressway: ইতিহাস গড়তে চলা দ্বারকা এক্সপ্রেসওয়ে, এই জায়গায় লজ্জা পাবে আইফেল টাওয়ারও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Dwarka Expressway will beat the Eiffel Tower in this regard: সামনেই আসছে লোকসভা নির্বাচন। আর তার পরেই খুলে যেতে চলেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে (Dwarka Expressway)। দিল্লি ও গুরুগ্রামের মধ্যে সংযোগ স্থাপন করবে ২৭ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। দীর্ঘদিন ধরেই গুরুগ্রামের NH-৪৮-এর সিরহৌল সীমান্ত যানজটের সমস্যায় ভুগছিল। আশা করা যাচ্ছে এই পথ উদ্বোধন হওয়ার পর সেই যানজটের সমস্যা দূর হবে। পাশাপাশি দুটি স্থানের যাতায়াত ব্যবস্থা সহজতর হলে দুই অঞ্চলের উন্নতির পথও প্রশস্ত হবে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে দাবী করা হয়েছে NHAI দ্বারকা এক্সপ্রেসওয়ে (Dwarka Expressway) আসলে একটি অত্যাধুনিক প্রকল্প। তাই কেন্দ্রের দাবি দ্বারকা এক্সপ্রেসওয়ে তার নির্মাণ শৈলীর জন্য শীঘ্রই বিশ্বমানের পরিচিতি লাভ করতে চলেছে। জানা গেছে আইফেল টাওয়ারের তুলনায় দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে ত্রিশ গুণ বেশি ইস্পাত ব্যবহার করা হয়েছে। এই এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী এলাকাকেও ঢেলে সাজানো হবে। এর পাশেই গড়ে উঠবে আকাশচুম্বী ভবন।

Advertisements

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এই এক্সপ্রেসওয়ের (Dwarka Expressway) নির্মাণ কৌশল সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুসারে জানা গেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণ করার জন্য ২ লাখ মেট্রিক টন সিমেন্ট ব্যবহার করা হয়েছে। যা বুর্জ খলিফায় ব্যবহৃত সিমেন্টের চেয়ে ছয় গুণ বেশি। জানা যাচ্ছে দ্বারকা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisements

আরও পড়ুন ? Expressways in India: ভারতের এই ৭ এক্সপ্রেসওয়ের টোল সমান ২০ লিটার পেট্রোল! ৯৯% মানুষই জানেন না

দ্বারকা এক্সপ্রেসওয়ের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হতে পারে চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে। এই পথ যান চলাচলের জন্য খুলে দেওয়া হলে দুই শহরের মধ্যে যান চলাচল আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। সে সময় বিমানবন্দর থেকে ট্রাফিক সরহল টোলে না গিয়ে সোজা জয়পুরের দিকে যাওয়া যাবে। বর্তমানে বিমানবন্দর থেকে যাতায়াত করার জন্য যানজটের সমস্যায় ভুগতে হচ্ছে ওই অঞ্চলের মানুষদের। এই এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল হলে সেই সমস্যা দূর হবে বলেই আশা করা যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের ৯ মার্চ লোকসভা নির্বাচনের আগে দ্বারকা এক্সপ্রেসের (Dwarka Expressway) ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। পাঁচ বছর পর সেই রাস্তা নির্মাণের কাজ অবশেষে সফল হয়েছে। জানা গেছে দ্বারকা এক্সপ্রেসওয়ে নির্মাণে মোট খরচ হয়েছে ৯০০০ কোটি টাকা। অনেকেই মনে করছেন এই এক্সপ্রেসওয়ে চালু হলে যাতায়াত ব্যবস্থা যেমন উন্নতি হবে ঠিক তেমনি গুরুগ্রামের উন্নয়ন আরো দ্রুত ঘটবে।

Advertisements