At what age parents and children should not sleep together: সন্তান জন্ম লাভের পর না বাবার সঙ্গে একই বিছানায় সন্তানের (Children) ঘুমানোর বিষয়টি খুবই সাধারণ একটি ঘটনা। বিশেষত আমাদের ভারতের মা বাবারা সন্তানকে নিজের কাছে রেখে ঘুমাতেই পছন্দ করেন। সন্তান যখন ছোট থাকে সেই সময় সন্তানকে সঙ্গে নিয়ে ঘুমালে তার দেখাশোনা করতে অনেক বেশি সুবিধা হয়। কিন্তু বিশেষত আমাদের ভারতে অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মা সন্তানের ১৪-১৫ বছর বয়স পর্যন্ত একই ঘরে সন্তানের সঙ্গে থাকছেন।
আমাদের দেশে এরই প্রায় প্রতিটি বাড়িতেই ঘটে চলা একটি অতি সাধারণ ব্যাপার। ভারতীয় বাবা মায়েরা বাড়িতে জায়গার অভাব, বেশি বৈদ্যুতিক বিল ইত্যাদি নানান কথা চিন্তা করে সন্তানদের থেকে আলাদা হতে চান না। তাছাড়া ভারতের সমাজ ব্যবস্থায় সন্তান-সন্ততি বাবা-মায়ের সঙ্গে একসাথেই একই বাড়িতে থেকে মানুষ হয়। সেক্ষেত্রে অনেক সময়ই বাবা-মা তার সন্তানদের কাছছাড়া করতে চায় না। কিন্তু আপনি কি জনেন একটি নির্দিষ্ট বয়সের পর সন্তানের কিছুটা আলাদা পরিসর প্রয়োজন হয়। তাই সে সময় থেকেই বাচ্চার (Children) সাথে মা বাবার একসঙ্গে শোওয়া বন্ধ করা উচিত। দেখে নিন কোন বয়সের শিশুদের চাহিদা ঠিক কেমন হয়।
১) শিশু (Children) বিশেষজ্ঞ ব্যক্তিরা বলে থাকেন যে, তিন থেকে চার বছর পর্যন্ত প্রতিটি শিশুর তার বাবা মায়ের সঙ্গেই ঘুমানো দরকার। এতে মা বাবা যেমন তার দেখাশোনা করতে পারেন, সেই সঙ্গে মা বাবার সঙ্গে ঘুমালে তার মনোবল বৃদ্ধি পায়। বাবা মায়ের সঙ্গে ঘুমালে শিশুর আত্মবিশ্বাস বাড়ে। শুধু তাই নয় এই বয়সে মা বাবাকে সঙ্গে পেলে শিশুর মানসিক শান্তি মেলে।
আরও পড়ুন ? Metro in Bedroom: স্কুল ফেরত বাচ্চা মেট্রো থেকে সোজা নামল বেডরুমে, ভিডিও না দেখলে মিস
২) চার পাঁচ বছর বয়সের পর বিশেষজ্ঞের মত অনুসারে শিশুকে বাবা মায়ের থেকে আলাদা ঘুমাতে হবে। শিশু (Children) যখন তার প্রাক বয়ঃসন্ধি পর্যায়ে থাকে তখন তার মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন দেখা যায়। বিশেষজ্ঞরা বলেন এই সময় তারা একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
৩) চার পাঁচ বছর বয়সের পর থেকে অবশ্যই মা বাবার কর্তব্য নিজের শিশুকে একটি আলাদা ঘর দেওয়া। এতে তার দায়িত্ববোধ বৃদ্ধি পায়। এছাড়াও তারা ছোটবেলা থেকেই নিজেদের স্বাধীনতা উপভোগ করতে পারে।