নিজস্ব প্রতিবেদন : বেকার যুবক-যুবতীরা প্রতিনিয়ত চাকরির (Job) জন্য মুখিয়ে থাকেন। এই সকল চাকরিপ্রার্থীদের অনেকেই রয়েছেন যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন, আবার অনেকেই রয়েছেন যারা বেসরকারি বড় বড় সংস্থায় চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। আবার অনেকেই রয়েছেন যারা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নেন। যে সকল চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এবার সুখবর দিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central bank of india recruitment)।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাদের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, তারা মোট ৩০০০ কর্মী নিয়োগ করতে চলেছেন বিভিন্ন শূন্য পদে। দেশের বিভিন্ন প্রান্তে এই বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করা হবে। দেশজুড়ে ৩০০০ শূন্যপদ হলেও অবশ্য পশ্চিমবঙ্গে ১৯৪টি শূন্য পদ রয়েছে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ৬ মার্চ ২০২৪ পর্যন্ত। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনে তাদের আবেদন জানাতে পারবেন। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in এ গিয়ে আবেদন জানাতে হবে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে সেই সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম স্নাতক হতে হবে। এর পাশাপাশি যারা আবেদন করছেন তাদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছর। এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন চাকরি প্রার্থীরা।
অন্যদিকে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থী যদি সাধারণ শ্রেণীর হন তাহলে তাকে আবেদন ফ্রি হিসাবে দিতে হবে ৮০০ টাকা। আবেদনকারী চাকরি প্রার্থী যদি তফশিলি জাতি ও উপজাতি শ্রেণীর হন তাহলে আবেদন ফি হিসেবে দিতে হবে ৬০০ টাকা। অন্যদিকে আবেদনকারী চাকরিপ্রার্থী যদি বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে তাকে আবেদন ফি হিসাবে দিতে হবে ৪০০ টাকা।