Amrit Bharat Station Digha: হার মানবে এয়ারপোর্ট, পর্যটকদের জন্য এবার এইভাবে সেজে উঠবে দীঘা রেলস্টেশন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম হলো পূর্ব মেদিনীপুরের দীঘা (Digha)। দীঘায় প্রতিদিন রাজ্য তথা রাজ্যের বাইরে থেকেও হাজার হাজার পর্যটকদের আগমন হয়। দীঘায় যে সকল পর্যটকরা ঘুরতে আসেন তাদের অধিকাংশরাই রেল পরিষেবার ওপর ভর করে দীঘায় পৌঁছান এবং সেখান থেকে দীঘার পাশাপাশি মন্দারমনি, তাজপুর ইত্যাদি জায়গায় পৌঁছে যান।

Advertisements

স্বাভাবিকভাবেই পর্যটকদের কাছে দীঘা রেল স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই রেলস্টেশন থেকেই তাদের ওঠানামা করতে হয়। আর এমন পরিস্থিতিতে যাতে পর্যটকদের মন আরও বাড়ানো যায় তার জন্য রেলের তরফ থেকে দীঘা রেল স্টেশনকে অমৃত ভারত রেলস্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Digha) আওতায় যুক্ত করা হলো। এই প্রকল্পের মধ্য দিয়ে এবার দীঘা রেলস্টেশনকে অত্যাধুনিক রূপ দেওয়া হবে।

Advertisements

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ৫৫৪ টি অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদ্বোধন করলেন। এই ৫৫৪ টি স্টেশনের মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছে ৪৫ টি স্টেশন। আবার এই ৪৫ টি রেল স্টেশনের মধ্যে পাঁচটি রয়েছে পূর্ব মেদিনীপুরে। দীঘা ছাড়াও পূর্ব মেদিনীপুরের মেচেদা, পাঁশকুড়া, তমলুক এবং হলদিয়াকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই সকল স্টেশনের আধুনিকীকরণের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে কোটি কোটি টাকা ব্যয়ে।

Advertisements

আরও পড়ুন ? New Amrit Bharat Express for WB: বাংলায় চালু হতে চলেছে নতুন একটি অমৃত ভারত এক্সপ্রেস, চলবে এই রুটে

অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যেসব কাজ করা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো, উন্নতমানের যাত্রী প্রতীক্ষালয়, ফুট ওভারব্রিজ, এস্কেলেটর, লিফট, পার্কিং এরিয়া, শপিং মল, ফুড সেন্টার ইত্যাদি। এক্ষেত্রে বিভিন্ন স্টেশনের চাহিদা অনুযায়ী সেই সকল স্টেশনে উন্নয়নের কাজ করা হবে। যেমন পাঁশকুড়ায় তৈরি হবে নতুন ফুট ওভারব্রিজ, যাত্রীদের জন্য উন্নত মানের প্রতীক্ষালয়, লিফট ইত্যাদি। একইভাবে পূর্ব মেদিনীপুরের অন্যান্য জেলাগুলিতেও চাহিদা মত এই সকল উন্নয়নের কাজ করা হবে।

তবে দীঘা রেলস্টেশনের উপর রেলের তরফ থেকে একটু বেশিই নজর দেওয়া হচ্ছে। কেননা উপকূলবর্তী এই স্টেশনটির গুরুত্ব অনেক বেশি। এখানে লিফট, ফুট ওভারব্রিজ ইত্যাদির পাশাপাশি তৈরি করা হবে কোচ রেস্তোরাঁ। এছাড়াও যে ধরনের যাত্রী প্রতীক্ষালয়, ফুড সেন্টার ইত্যাদি তৈরি করা হবে বলে জানা যাচ্ছে তাতে দীঘা রেলস্টেশন আগামী দিনে এয়ারপোর্টের মতোই সেজে উঠবে।

Advertisements