নিজস্ব প্রতিবেদন : প্রত্যেক বেকার যুবক-যুবতীরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য চাকরির খোঁজে ছুটে বেড়ান। কেউ সরকারি, তো কেউ আবার বেসরকারি কাজে নিযুক্ত হওয়ার জন্য একটু সুযোগ পেলেই আবেদন করেন। এমন পরিস্থিতিতে দেশের একটি ব্যাঙ্ক ১৫০ জন চাকরিপ্রার্থীকে বড় সুযোগ দিচ্ছে। তাদের তরফ থেকে শিক্ষানবিশ হিসাবে ১৫০ জনকে নিয়োগ (Bank Recruitment) করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষানবিশ হিসাবে যারা যুক্ত হবেন তারা ওই ব্যাঙ্কে যেমন কাজ শেখার সুযোগ পাবেন, ঠিক সেই রকমই তাদের প্রতি মাসে স্ট্রাইপেনও দেওয়া হবে। তাদের প্রতি মাসে ১২০০০ টাকা করে স্ট্রাইপেন দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য যে সকল সুবিধা প্রদান করা হবে তা সম্পর্কে জানার জন্য ব্যাংকের ওয়েবসাইট দেখতে হবে।
১৫০ জন শিক্ষানবিশ নিয়োগ করার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা নিয়োগ করা হবে ফেডারেল ব্যাংকের (Federal Bank) তরফ থেকে। নিয়োগের জন্য কোন লিখিত পরীক্ষা হবে না। কেবলমাত্র ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্য দিয়েই শিক্ষানবিশদের বেছে নেওয়া হবে। আবেদনকারীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি তালিকা তৈরি করবে ব্যাংক এবং সেই অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য আবেদনকারীকে ডাকা হবে।
ব্যাংকের তরফ থেকে এক বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে এবং কাজ শেষে শিক্ষানবিশদের একটি করে সার্টিফিকেট দেওয়া হবে। যারা এই ব্যাঙ্কে শিক্ষানবিশ হিসাবে যুক্ত হতে চান তাদেরন্যূনতম সাত শতাংশ নম্বর থাকার পাশাপাশি স্নাতক হতে হবে। আগামী ২৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন হিসাবে ধার্য করা হয়েছে। যারা এই ব্যাংকে শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত হতে চান তাদের জানিয়ে রাখা ভালো, পোস্টিং হবে কেরালায় এবং সেখানেই এক বছর থাকতে হবে।
শিক্ষানবিশ হিসেবে নিযুক্ত হওয়ার জন্য প্রথমেই আবেদনকারীদের ন্যাশনাল ওয়েব পোর্টালে রেজিস্টার করতে হবে। এরপর সেখান থেকে পাওয়া যাবে একটি এনরোলমেন্ট নম্বর এবং সেই এনরোলমেন্ট নম্বর পাওয়ার পর ন্যাশনাল ওয়েব পোর্টালে পুনরায় লগইন করে বায়োডাটা আপলোড করতে হবে। সেখানেই প্রতিষ্ঠানের নাম খুঁজে ক্লিক করলে আবেদন করার অপশন পাওয়া যাবে।