Truecaller New Feature: ট্রুকলার অ্যাপের ফিচারে বদল, এবার আলাদা অ্যাপ ছাড়াই মিলবে এই জরুরি সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : স্মার্টফোন আসার পর দিচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপ লঞ্চ হয়েছে যেগুলি মানুষের জীবনকে অনেক সহজ সরল করে তুলেছে। সেই সকল অ্যাপের মধ্যে অন্যতম একটি অ্যাপ হল Truecaller। এই অ্যাপটির বিপুল ব্যবহার রয়েছে বিশ্বজুড়ে। ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। আসলে এই অ্যাপটি বিপদে-আপদে অনেক কাজে লেগে থাকে।

Advertisements

Truecaller অ্যাপ আমরা কেন নিজেদের স্মার্টফোনে ইন্সটল করে রাখি তা সম্পর্কে অধিকাংশ ব্যবহারকারীরাই জানেন। এই অ্যাপটি ইন্সটল করে রাখা থাকলে মূলত নিজেদের কন্টাক্টে কারো নম্বর সেভ না থাকলেও তার পরিচয় পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রেই সঠিক পরিচয় পাওয়া গেলেও কোন কোন ক্ষেত্রে পরিচয় সঠিক হয় না। তবে তাহলেও এই অ্যাপের সঙ্গে তুলনায় আসার মত কোন অ্যাপ এখনো বাজারে আসেনি।

Advertisements

Truecaller অ্যাপটি এতদিন পর্যন্ত অপরিচিত নম্বরের পরিচয় জানার জন্য ব্যবহার করা হয়ে থাকলেও এবার এই অ্যাপ ব্যবহার করা হবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে। ট্রুকলারের তরফ থেকে তাদের ফিচারে এমনই সব আপডেট আনা হয়েছে। তাদের তরফ থেকে এবার এমন এক ফিচার আনা হয়েছে যার ফলে অন্য কোন অ্যাপ ইনস্টল না করেই কল রেকর্ডিং করার সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। এতদিন পর্যন্ত কল রেকর্ডিং করার জন্য ব্যবহারকারীদের আলাদা করে কোন অ্যাপ ইন্সটল করতে হতো।

Advertisements

আরও পড়ুন ? Low Range 5G Jio Smartphone: ফের বড় ধামাকা আম্বানির, এবার জলের দরে Jio আনছে 5G স্মার্টফোন

এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই ধরনের আরও একাধিক ফিচার ট্রুকলারের তরফ থেকে তাদের অ্যাপে আনা হয়েছে। কল রেকর্ডিং ছাড়াও ট্রান্সক্রিপশনের সুবিধা দেওয়া হয়েছে। নতুন এই দুই ফিচার সংস্থার তরফ থেকে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য প্রাথমিকভাবে লঞ্চ করা হয়েছিল। আর এখন অ্যান্ড্রয়েড ও আইওএস সব ধরনের প্লাটফর্মে সমস্ত গ্রাহকদের জন্য এই দুটি ফিচার রোল আউট করা হলো বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।

তবে গুরুত্বপূর্ণ কলের ক্ষেত্রে কল রেকর্ডিংয়ের যে ব্যবস্থা সংস্থার তরফ থেকে চালু করা হয়েছে, তা কেবলমাত্র প্রিমিয়াম গ্রাহকদের জন্য। অর্থাৎ আপাতত এই সুবিধা সেই সকল গ্রাহকরাই পাবেন যারা টাকা দিয়ে ট্রুকলারের সাবস্ক্রিপশন নিয়ে থাকেন। ট্রুকলার এর সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে প্রতি মাসে ৭৫ টাকা থেকে সাবস্ক্রিপশন শুরু হচ্ছে। এই প্ল্যানের ক্ষেত্রে এক বছরের জন্য খরচ করতে হয় ৫২৯ টাকা। অন্যদিকে ট্রান্সক্রিপশন ফিচারের মাধ্যমে কল শেষ হয়ে যাওয়ার পর সেই কল অন্য ভাষায় অনুবাদ করা যাবে।

Advertisements