নিজস্ব প্রতিবেদন : সহজেই যাতে বাসিন্দারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন তার জন্য প্রতিদিনই নতুন নতুন বাস (New Bus Service) চালু করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সরকারিভাবে এই সকল বাস করার পাশাপাশি সেই সকল গাছের ভাড়ার দিকেও নজর রাখা হয় সরকারের তরফ থেকে। এসবের পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকার এমন এক বাস পরিষেবা চালু করা হলো যাতে করে সহজেই যাত্রীরা পৌঁছে যেতে পারবেন হাওড়া স্টেশন (Howrah Station)।
নতুন এই বাস পরিষেবা সরকারি বাস পরিষেবা এবং তা চালু করা হল রাজ্য পরিবহন দপ্তর (WB Transport Department)। এমন একটি বাস পরিষেবার চাহিদা দীর্ঘদিন ধরেই ছিল এলাকার বাসিন্দাদের মধ্যে এবং সেই দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতেই এই বাস পরিষেবা চালু করা হয়েছে বলে জানা যাচ্ছে সরকারি সূত্রে। নতুন বাস পরিষেবার পরিপ্রেক্ষিতে খুশি সাধারণ মানুষেরাও।
রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নতুন যে বাস পরিষেবা চালু করা হলো তা চলবে উত্তর দমদমের ছোট ফিঙ্গা থেকে হাওড়া রেল স্টেশন পর্যন্ত। উত্তর দমদমের বিশরপাড়ার ছোট ফিঙ্গা থেকে হাওড়া পর্যন্ত এই বাসটি পরিষেবা দেওয়ার পাশাপাশি সেটি যাবে এয়ারপোর্টও। সুবিধাজনক এমন একটি রুটের পাশাপাশি ভাড়ার কথা বলা হলে আপনাদের বিশ্বাসই হবে না।
আরও পড়ুন ? Kolkata Bus Fare: বাসে উঠে খুচরো নিয়ে থাকবে না ঝামেলা, ভাড়া দেওয়ার নয়া ব্যবস্থা রাজ্যের
কেননা রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে যে সরকারি বাস পরিষেবা চালু করা হলো তাতে উত্তর দমদমের বিশরপাড়ার ছোট ফিঙ্গা থেকে এয়ারপোর্ট হয়ে হাওড়া পর্যন্ত ভাড়া নেওয়া হবে মাত্র ১৪ টাকা। এমন একটি বাসের উদ্বোধন বুধবার করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ অন্যান্যরা।
নতুন যে বাসটি চালু হলো সেটি ছোট ফিঙা থেকে ছাড়ার পর পৌঁছাবে বড়ো ফিঙা। সেখান থেকে তেঁতুলতলা নবানগর (পশ্চিম), বিশরপাড়া, বিরাটি, এয়ারপোর্ট ১ নং, বাগুইআটি, কেষ্টপুর, লেকটাউন, উল্টোডাঙা, কাঁকুড়গাছি, মানিকতলা, গিরিশপার্ক, এমজি রোড ক্রসিং, বিবিডিবাগ হয়ে পৌঁছাবে হাওড়ায়।