You will get the appointment letter if you give a good interview in Metro Rail Recruitment: কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড বা KMRCL এ প্রকাশিত হলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। খুব শীঘ্রই ল অফিসার বা এক্সপার্ট পোস্টে নিয়োগ (Metro Rail Recruitment) করতে চলেছে KMRCL। জানা গেছে এই পদের প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যা ১ টি। খুব শীঘ্রই এই পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই পদে কাজ করতে গেলে আবেদনকারী দের মধ্যস্থতা করা, জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা লড়া ও অন্যান্য আইনি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে জানানো হয়েছে যে রেল, কেন্দ্র বা রাজ্য সরকার এমনকি কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার অবসরপ্রাপ্ত ল’ অফিসাররা এই পদে চাকরি করার জন্য আবেদন (Metro Rail Recruitment) জানাতে পারবেন। জুনিয়ার ও সিনিয়র এই দুটি স্কেলের অবসরপ্রাপ্ত অফিসাররা এই চাকরি করার জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে স্বাভাবিক ভাবেই দীর্ঘ অভিজ্ঞতার কারণে সিনিয়র স্কেলের অফিসারদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে জুনিয়র স্কেল অফিসাররাও যদি রেলের সমস্ত নিয়মকানুন মেনে যোগ্যতার মাপকাঠিতে পাস করতে পারেন তবে তারাও এই পদে কাজ করতে পারবেন।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে এই পদে নিয়োগ (Metro Rail Recruitment) করা হবে চুক্তির ভিত্তিতে। ১ জানুয়ারি ২০২৪ এর হিসাবে ৬০-৬২ বছর বয়সী চাকরি প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সমস্ত পদ্ধতি মেনে যিনি চাকরিটি পাবেন তাকে প্রথমে ছয় মাসের জন্য নিয়োগ করা হবে। পরে তার কাজের দক্ষতা বিবেচনা করে তার কাজের সময়সীমা ও বৃদ্ধি করা হবে। তবে কাজের সময়সীমা বৃদ্ধি করলে তা কতদিনের জন্য বাড়ানো হবে সে প্রসঙ্গে এখনো কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে কোন বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন ? Kolkata Police Recruitment: মাধ্যমিক পাশেই পুলিশে চাকরি, ৩৭৩৪ জন কনস্টেবল নিয়োগ হবে কলকাতা পুলিশে
এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রথমেই ইচ্ছুক অবদানকারীকে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে ফর্ম। সেই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে এটি পূরণ করে নির্দিষ্ট নথি সহ জেনারেল ম্যানেজার/অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচ আর, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, কেএমআরসিএল ভবন, এইচআরবিসি অফিস কমপাউন্ড, মুন্সি প্রেমচাঁদ সরণী, কলকাতা – 700021 এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে জানানো হয়েছে এই চাকরির আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হল ৯ মার্চ। ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে পাঠাতে হবে এই আবেদনপত্র। জানানো হয়েছে এই নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই।