নিজস্ব প্রতিবেদন : চলতি বছর কবে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) তা নিয়ে প্রথম থেকেই চরম ধোঁয়াশা ছিল। এছাড়াও ধোঁয়াশা ছিল কোথায় হবে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ। তবে শেষমেষ বিসিসিআই পূর্ণাঙ্গ না হলেও একটি সূচি প্রকাশ করেছে এবং সেই সূচি অনুযায়ী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল, খেলা হবে দেশের মাটিতেই।
১৭ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে ঘিরে ইতিমধ্যেই খেলোয়াড় কেনাবেচার কাজ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কোটি কোটি টাকা দিয়ে ফ্রাঞ্চাইজি দলগুলি নিজেদের ঝুলিতে এনেছে নামিদামি তারকাদের। কিন্তু এসবের মধ্যেই আবার জল্পনা তৈরি হয়েছে ৬ নামিদামি তারকার ছিটকে যাওয়াকে কেন্দ্র করে। এই তালিকায় যেমন রয়েছেন মহঃ শামি, ঠিক সেই রকমই রয়েছেন রশিদ খান। চোট সহ বিভিন্ন কারণে তারা আইপিএল খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
১৭ তম আইপিএলের প্রথমার্ধ ২২ মার্চ শুরু হওয়ার পর তা শেষ হবে ৭ মার্চ। দেশের লোকসভা নির্বাচনের কারণে পূর্ণাঙ্গ সূচি বিসিসিআইয়ের তরফ থেকে প্রকাশ করা সম্ভব হয়নি। প্রথমার্ধ দেশের মাটিতে হলেও পরবর্তী ম্যাচগুলি কথা হবে তাও এখনো পর্যন্ত জানানো হয়নি। অন্যদিকে ৬ খেলোয়াড়ের মাঠে না নামার জল্পনা তৈরি হতেই বড় ক্ষতির সম্মুখীন ৪টি দল।
মহঃ শামি : ২০২৩ সালের এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে যে সকল বোলাররা তাদের বড় ধরনের পারফরমেন্স দেখিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মহঃ শামি। কিন্তু বিশ্বকাপের পর থেকে চোটের কারণে তিনি আর মাঠে নামতে পারেননি। সম্প্রতি তার গোড়ালিতে অপারেশন হয়েছে এবং আইপিএল সহ আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে তিনি অনিশ্চিত। যে কারণে ক্ষতির মুখোমুখি হতে হবে গুজরাট টাইটানসকে বলেই মনে করা হচ্ছে।
রশিদ খান : মহঃ শামির মতোই মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্যতম তারকা বোলার রশিদ খানের। তিনি আবার গুজরাট টাইটানসে মহঃ শামির সতীর্থ। তার পিঠের সমস্যা রয়েছে যে কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন।
শিবম দুবে : চেন্নাই সুপার কিংস-এর অন্যতম একজন খেলোয়াড় হলেন শিবম দুবে। তবে তিনিও এখন চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন। মুম্বাইয়ের হয়ে চলতি রঞ্জি ট্রফির সেমিফাইনাল তিনি খেলতে পারছেন না। মনে করা হচ্ছে তাকে আইপিএলের প্রথমার্ধের বেশ কিছু ম্যাচে নাও দেখা যেতে পারে।
ডেভন কনওয়ে : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোটের মুখোমুখি হয়েছেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান ডেভন কনওয়ে। এই মুহূর্তে তিনি মাঠের বাইরে রয়েছেন এবং আইপিএলে প্রথমার্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে তাকে মাঠে নাও দেখা যেতে পারে।
আরও পড়ুন ? Tata IPL 2024 Schedule: পুরো নয়, ঘোষিত হল আইপিএলের আধা সূচি, দেখে নিন কবে কার খেলা
ডেভিড ওয়ার্নার : গত আইপিএল মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিকাংশ ম্যাচে রান পেলেও বর্তমানে তিনি ধীরে ধীরে নিজেকে খেলার মাঠ থেকে সরিয়ে নিচ্ছেন। এর পাশাপাশি সম্প্রতি তিনি চোটের সঙ্গে লড়াই করছেন। তাকে আইপিএলের প্রথমার্ধে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সূর্য কুমার যাদব : মুম্বাই ইন্ডিয়ান্সের এই খেলোয়াড় এখন ফিটনেস সমস্যায় ভুগছেন। তিনি এখন রিহ্যাবে রয়েছেন। তাকেও আইপিএলের প্রথমার্ধে দেখা যাবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।