New Trains: আরও সহজে হবে যাতায়াত, যাত্রা শুরু করল নতুন দু’জোড়া ট্রেন, দেখে নিন সময়সূচী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা, ভ্রমণ অথবা অন্য কোন জরুরী কাজে সাধারণ মানুষেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য সবচেয়ে বেশি রেলের উপর ভর করে থাকেন। প্রতিদিন দেশের প্রায় ২ কোটি বেশি মানুষ ট্রেনের ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন। যে কারণে ভারতীয় রেলকে (Indian Railways) বলা হয় গণপরিবহনের লাইফ লাইন।

Advertisements

রেল পরিষেবার ওপর যেহেতু দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীল তাই এই রেল পরিষেবা যাতে আরও উন্নত হয় তার জন্য সাধারণ মানুষদের চাহিদা অনেক। সাধারণ মানুষদের সেই সকল চাহিদা অনুযায়ী রেলের তরফ থেকেও যতটা সম্ভব তা পূরণ করার চেষ্টা চালানো হচ্ছে। রেলের এই সকল চেষ্টার মধ্যেই এবার নতুন দু’জোড়া ট্রেনের সূচনা হলো। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই দুজোড়া ট্রেনের সূচনা করেছেন।

Advertisements

নতুন যে দু’জোড়া ট্রেনের সূচনা হলো সেগুলি হল ১৫৭২৩ ও ১৫৭২৪ যোগবাণী-শিলিগুড়ি টাউন-যোগবাণী এবং ১৫৯২৫ ও ১৫৯২৬ ডিব্রুগড়-দেওঘর-ডিব্রুগড়। এই দু’জোড়া ট্রেনের মধ্যে যোগবাণী ও শিলিগুড়ি টাউনের মধ্যে যাতায়াত করা ট্রেন দুটি সপ্তাহে পাঁচ দিন যাতায়াত করবে। অন্যদিকে ডিব্রুগড় ও দেওঘরের মধ্যে যাতায়াত করা ট্রেন দুটি সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে। এই দু’জোড়া ট্রেনের ফলে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দারা উপকৃত হবেন।

Advertisements

আরও পড়ুন ? Indian Railways Ticket Subsidy: লোকাল হোক বা এক্সপ্রেস, ট্রেনের টিকিটে মোটা ভর্তুকি! বড় কথা শোনালেন রেলমন্ত্রী

১৫৭২৩ ও ১৫৭২৪ যোগবাণী-শিলিগুড়ি টাউন-যোগবাণী এক্সপ্রেস ট্রেনটি বুধবার এবং রবিবার বাদে প্রত্যেকদিন যাতায়াত করবে। যোগবাণী থেকে ট্রেনটি রওনা দেবে ভোর ৫টা ৪০ মিনিটে। এই ট্রেনটি শিলিগুড়ি টাউনে পৌঁছানোর সময় হলো দুপুর ১:৩০ মিনিট। অন্যদিকে ট্রেনটি বিকাল ৪:৫০ মিনিটে শিলিগুড়ি টাউন স্টেশন থেকে যোগবাণীর উদ্দেশ্যে রওনা দেবে এবং যোগবাণী পৌঁছানোর সময় হল রাত ১২ঃ১৫ মিনিট।

অন্যদিকে ডিব্রুগড় থেকে দেওঘর পর্যন্ত এই প্রথম কোন ট্রেন চালু হল। ১৫৯২৬ এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ডিব্রুগড় থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবে। এই ট্রেনটি সকাল ১১ টা ৩০ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে এবং দেওঘর পৌঁছাবে পরদিন সকাল ৬ টায়। অন্যদিকে ১৫৯২৫ এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দেওঘর থেকে রাত ৮:০৫ মিনিটে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি পরদিন রাত ১১ টার সময় পৌঁছাবে ডিব্রুগড়।

Advertisements