নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কয়েক বছর আগেই সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) নামে একটি পদ তৈরি করা হয়েছিল। যে পদে এই মুহূর্তে ১ লক্ষ ২০ হাজারের বেশি যুবক-যুবতীরা কর্মরত। এই সকল যুবক-যুবতীদের জন্য লোকসভা ভোটের আগে একের পর এক নতুন ঘোষণা করে রাজ্য সরকার। এবার সেই সকল ঘোষণা নিয়েই নির্দেশিকা জারি করল নবান্ন।
সিভিক ভলেন্টিয়াররা এতদিন পর্যন্ত মাসে ৯ হাজার টাকা বেতনে কাজ করছিলেন। গত ফেব্রুয়ারি মাসে তাদের এই বেতন বৃদ্ধি করার ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘোষণা অনুযায়ী তারা আরও এক হাজার টাকা করে বেশি বেতন পাবেন। ঘোষণা অনুযায়ী তাদের বেতন বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা। তবে শুধু বেতন বৃদ্ধি নয়, এর পাশাপাশি আরও কয়েকটি সুখবর দেওয়া হয়েছে।
নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হল, সিভিক ভলেন্টিয়ারদের বর্ধিত বেতন এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়াররা এপ্রিল মাস থেকেই হাতে ১০ হাজার টাকা করে পেতে শুরু করবেন। এছাড়াও তাদের বোনাস বৃদ্ধি করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। নতুন এই সকল ঘোষণা এবার কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে।
আরও পড়ুন ? Civic Volunteer’s Promotion: সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, বিশাল পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার
আগে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা ২০০০ টাকা বোনাস পেতেন। অন্যদিকে কলকাতার সিভিক ভলেন্টিয়াররা ৫৩০০ টাকা বোনাস পেতেন। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রীতিমতো শোরগোল ফেলে দেন রাজ্যে। সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৈষম্য নিয়ে শুভেন্দু অধিকারী শোরগোল ফেলতেই নড়েচড়ে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তিনি রাজ্যের সব সিভিক ভলেন্টিয়ারদের ৫৩০০ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেন। আর এবার এই নিয়মটিও পাকাপাকিভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, এর পাশাপাশি রাজ্য পুলিশে আগে যেখানে সিভিক ভলেন্টিয়ারদের নিযুক্ত হওয়ার ক্ষেত্রে ১০% সংরক্ষণ ছিল তা ২০% করার ঘোষণা করা হয়েছে সদ্য সমাপ্ত হওয়ার রাজ্য বাজেটে। নবান্নের তরফ থেকে এবার ঘোষণা অনুযায়ী তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই রাজ্যের লক্ষাধিক সিভিক ভলেন্টিয়ার উপকৃত হবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।