নিজস্ব প্রতিবেদন : দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সব সময় সজাগ হয়ে বসে রয়েছে। কোথাও কোন আর্থিক প্রতিষ্ঠান কোনরকম নিয়ম লঙ্ঘন করলেই তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইদানিংকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেভাবে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে তা আগে কখনো দেখা যায়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন কড়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সুবিধা বাড়বে দেশের নাগরিকদের, সুবিধা পারবে দেশের আমানতকারীদের। কেননা এইভাবে কড়া পদক্ষেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি নিয়ম লঙ্ঘন করার আগে দশবার ভাববে। যে কারণে গ্রাহকদের সঞ্চিত অর্থ ইত্যাদি অনেক বেশি সুরক্ষিত হবে।
মাসখানেক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল দেশের অন্যতম জনপ্রিয় ফিনটেক সংস্থা Paytm-এর উপর। তাদের তরফ থেকে এই সংস্থার পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স পুরোপুরি ভাবে বাতিল করে দেওয়া হয়। ১৫ মার্চ পর্যন্ত লাইসেন্সের মেয়াদ রয়েছে আর তারপর এই পেমেন্টস ব্যাংকের গ্রাহকরা আর অ্যাকাউন্ট সহ বেশকিছু সুবিধা ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুন ? Bank Holiday: শিবরাত্রিতে ব্যাঙ্ক খোলা না বন্ধ! লোকের কথা না শুনে জেনে নিন RBI কী বলছে
পেটিএম-এর মতোই এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হল নন ব্যাংকিং ফিনান্স সংস্থা আইআইএফএল ফিনান্সের (IIFL Finance) বিরুদ্ধে। এই সংস্থার ঋণ মূল্য অনুপাতে অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং সেই অসংগতির কারণেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ফিন্যান্স সংস্থার কাজকর্মের স্পেশাল অডিট করা হবে এবং সেই স্পেশাল অডিটের পর তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পদক্ষেপ অনুযায়ী, এবার এই সংস্থা নতুন করে কোন গ্রাহককে গোল্ড লোন দিতে পারবেনা। গোল্ড লোন দেওয়া বন্ধ করে দেওয়ার পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গোল্ড বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সংস্থা তরফ থেকে যে সকল গ্রাহকদের ইতিমধ্যেই লোন দেওয়া হয়েছে তাদের থেকে টাকা সংগ্রহ করতে পারবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন পদক্ষেপ গ্রহণ করার পর আর গ্রাহকরা অসুবিধায় পড়লেও এই আর্থিক সংস্থা থেকে গোল্ড লোন নিতে পারবেন না। তবে এমন নির্দেশ দেওয়া হয়েছে গ্রাহকদের সুরক্ষার জন্যই।