নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোটের আগে একদিকে যেমন কেন্দ্র সরকার একের পর এক নতুন প্রকল্প চালু করে চলেছে, ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকেও নানান দিকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal State Government) তরফ থেকে ভোটের কথা মাথায় রেখে কর্মীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেছে।
গত ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে তাতে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রামীণ পুলিশদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের নতুন করে ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। কিন্তু ওই বাজেটে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য কোন ঘোষণা ছিল না।
আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের দীর্ঘদিন ধরেই নানান দাবী দাওয়া রয়েছে। তাদের এত দাবি-দাওয়া থাকা সত্বেও বাজেটে তাদের জন্য কিছু ঘোষণা না হওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিজেদের দাবি দাওয়া আদায়ে বিক্ষোভ দেখিয়েছেন আশা কর্মী থেকে শুরু করে আইসিডিএস কর্মীরা। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার নড়েচড়ে বসল রাজ্য সরকার।
রাজ্য সরকারের তরফ থেকে তাদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হলো। বুধবার সোশ্যাল মিডিয়ায় বেতন বৃদ্ধির খবর পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay)। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তার মধ্য দিয়ে বেতন বৃদ্ধির খবর দেওয়ার পাশাপাশি লিখেছেন, বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখা, তাদের হিতার্থের জন্য সদা সর্বদা তিনি এবং তার মা মাটি মানুষ সরকার সব সময় সচেষ্ট।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, রাজ্যের যে সকল আশা কর্মীরা রয়েছেন তাদের ৭৫০ টাকা বেতন বৃদ্ধি করা হল। একইভাবে ৭৫০ টাকা বেতন বৃদ্ধি করা হলো অঙ্গনওয়াড়ি কর্মীদের। অন্যদিকে যে সকল অঙ্গনওয়াড়ি হেল্পার রয়েছেন তারা এবার থেকে ৫০০ টাকা করে বেশি বেতন পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই সমস্ত কর্মীরা এপ্রিল মাস থেকে নতুন হারে বেতন পেতে শুরু করবেন।