Howrah Maidan to Esplanade Metro: উদ্বোধন হলো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর, ৩ নজির গড়ল বাংলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হয়ে গেল হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা (Howrah Maidan to Esplanade Metro)। ৬ মার্চ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের (East West Metro) এই প্রকল্পের উদ্বোধন করলেন। প্রকল্পের উদ্বোধনের পর বাংলার বুকে তৈরি হল নতুন ৩টি নজির।

Advertisements

বুধবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হয়ে গেলেও এখনই এখনই সাধারণ মানুষরা পরিষেবা পাবেন না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। কেননা যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে মেট্রোর তরফ থেকে আরও বেশ কিছু করা হবে এবং তারপরেই পাকাপাকিভাবে এই পরিষেবা সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে। এই পরিষেবা চালু হওয়ার পর মাত্র ৪৫ সেকেন্ডে গঙ্গা পার করে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন কলকাতায়।

Advertisements

১) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার ফলে বাংলার বুকে যে তিনটি নজির তৈরি হলো তার মধ্যে প্রথম নজির হলো আন্ডারওয়াটার মেট্রো (Underwater Metro)। কলকাতায় যেমন প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল, ঠিক সেই রকমই বাংলার বুকে গঙ্গার নিচে চালু হলো দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো। এই নজির আপাতত অন্য কোন রাজ্যের নেই।

Advertisements

আরও পড়ুন ? Underwater Metro Fare: সামনের সপ্তাহেই চালু হচ্ছে গঙ্গার নিচে মেট্রো, দেখে নিন হাওড়া থেকে বিভিন্ন স্টেশনের ভাড়া

২) দ্বিতীয় যে নজির তৈরি করল বাংলা সেটি হল হাওড়া ময়দান মেট্রো স্টেশন (Howrah Maidan Metro Station)। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবায় যে হাওড়া ময়দান মেট্রো স্টেশন তৈরি করা হয়েছে সেটি আপাতত দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হিসেবে স্বীকৃতি পেল। এই স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩২.০০৪ মিটার অর্থাৎ ১০৫ ফুট মাটির নিচে। এই স্টেশনের প্লাটফর্মে পৌঁছানোর জন্য যাত্রীদের ২০০ টি সিঁড়ি ভেঙ্গে যাতায়াত করতে হবে। ২০০ টি সিঁড়ি ভাঙ্গা মোটেই সহজ বিষয় নয়, যে কারণে এসকেলেটর রয়েছে যাতে করে যাত্রীরা আরাম করে ওঠানামা করতে পারেন।

৩) তৃতীয় যে নজির তৈরি হল তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৌলতে। অন্যান্য বিভিন্ন জায়গাতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে পড়ুয়াদের সঙ্গে গল্প করতে করতে বিভিন্ন সফর করতে দেখা গেলেও বাংলার বুকে এমন ঘটনা কখনো ঘটেনি। এবার এই মেট্রো পরিষেবার উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে পড়ুয়াদের সঙ্গে গল্প করতে করতে প্রথম এসপ্ল্যানেড হাওড়া ময়দানের মেট্রো পরিষেবায় সফর করলেন।

Advertisements