নিজস্ব প্রতিবেদন : আদানি গোষ্ঠীর (Adani Group) যে সকল ব্যবসা রয়েছে তার মধ্যে অন্যতম একটি ব্যবসা হল আদানি পাওয়ার (Adani Power)। এটিই হলো বর্তমানে বেসরকারি খাতে বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। গুজরাটের মুন্দ্রায় তারা প্রথম প্ল্যান্ট স্থাপন করেছিল এবং এখন ধীরে ধীরে তাদের এই ব্যবসা এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে বেসরকারি খাতে তাদের ধারে কাছে আর কেউ নেই।
আদানি গোষ্ঠীর আদানি পাওয়ার ২০২৩ সালের হিসেব অনুযায়ী ১৫ হাজার ২৫০ মেগা ওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বর্তমানে এই সংস্থার গুজরাট ছাড়াও রাজস্থান, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো রাজ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়াও তাদের সোলার পাওয়ার ইউনিট রয়েছে গুজরাটে। এসবের মধ্যেই নিজেদের ব্যবসা আরও বাড়ানোর জন্য সংস্থার তরফ থেকে নতুন এক পরিকল্পনা (Adani Power New Plan) নেওয়া হলো।
সংস্থার তরফ থেকে মূলত আগ্রাসী মনোভাব নিয়ে বিভিন্ন সংস্থাকে নিজেদের ঝুলিতে পুরতে চাইছে। আর নিজেদের সংস্থাকে আরও বড় করে তোলার জন্য তাদের তরফ থেকে দেউলিয়া হয়ে যাওয়া সংস্থাগুলির ওপর নজর রাখা হচ্ছে। আদানি গোষ্ঠীর আদানি পাওয়ার গত বছর ডিসেম্বর মাসে ৩৪৫০ কোটি টাকায় একটি কোম্পানি কিনেছিল। যে কোম্পানিটি তামিলনাড়ুতে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। আর এরপর আরও একটি দেউলিয়া কোম্পানি কিনতে চলেছে আদানিরা।
আরও পড়ুন ? Adani Uber Deal: হাফ খরচে বুকিং হবে উবার! বড় ডিল সেরে ফেলল গৌতম আদানি
এবার তাদের তরফ থেকে যে কোম্পানি কেনা হচ্ছে তার নাম হলো ল্যাঙ্কো অমরকন্টক। ইতিমধ্যেই এই বিষয়ে দেউলিয়া হয়ে যাওয়া সংস্থাটির ঋণদাতাদের তরফ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দেউলিয়া হয়ে যাওয়া এই সংস্থাটি অধিগ্রহণের জন্য কত টাকার দর ডাকা হয়েছিল তা অবশ্য স্পষ্ট নয়। তবে আদানি গোষ্ঠীর তরফ থেকে ওই সংস্থা অধিগ্রহণের জন্য ৪১০১ কোটি টাকার বিড অফার করা হয়েছিল বলেই জানা যাচ্ছে।
ল্যাঙ্কো অমরকন্টক সংস্থার ছত্তিশগড়ের কোরবা জেলার পাথাদি গ্রামে তাপবিদ্যুৎয়ের দুটি ইউনিট রয়েছে। যে দুটি ইউনিটের এক একটি ৩০০ মেগাওয়াট অর্থাৎ মোট ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। এই সংস্থার সঙ্গে আদানি পাওয়ারের সংযুক্তিকরণ হয়ে গেলে আদানি পাওয়ারের ক্ষমতা আরও অনেক বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ উৎপাদনে নতুন করে ফেল দেখাতে শুরু করবে গৌতম আদানীর আদানি গোষ্ঠী।