Cooking Gas Price Decreased: হুস করে রান্নার গ্যাসের দাম কমিয়ে দিল কেন্দ্র, দেখে নিন এখন কত পড়বে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের (LPG) উপর ভর্তুকির মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। তবে এই ঘোষণা ছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের জন্য। কিন্তু শুক্রবার অর্থাৎ ৮ মার্চ মহিলা দিবসের দিন সব গ্রাহকদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisements

এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যে ঘোষণা করেছেন তাতে রীতিমতো হাসি ফুটতে শুরু করেছে গৃহস্থালিদের মুখে মুখে। কেননা এবার নতুন করে রান্নার গ্যাসের দাম যেভাবে কমানো হয়েছে তাতে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রান্নার গ্যাসের দাম কমানোর (Cooking Gas Price Decreased) ঘোষণা করার পাশাপাশি জানান, মহিলাদের জীবন আরও সহজ হবে। কোটি কোটি পরিবারের আর্থিক বোঝা কমে যাবে।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে কমানোর ঘোষণা করেন। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ১০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাবে কেন্দ্র সরকারের তরফ থেকে। এর আগে কেন্দ্র সরকারের তরফ থেকে ২০০ টাকা করে ভর্তুকি ঘোষণা করা হয়েছিল। এবার ১০০ টাকা করে ভর্তুকি বৃদ্ধি করার ফলে ভর্তুকি বেড়ে দাঁড়াচ্ছে ৩০০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? LPG: রান্নার গ্যাসে ৩৬০০ টাকা ভর্তুকি, বড় ঘোষণা করে দিল কেন্দ্র সরকার

এমনিতে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরাও ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন। সেক্ষেত্রে সাধারণ গ্রাহকদেরও একই পরিমাণ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই অনেকটাই স্বস্তির মুখ দেখবেন সাধারণ শ্রেণীর মানুষেরা।

কেন্দ্র সরকারের নতুন ঘোষণার ফলে বর্তমানে যে সকল জায়গায় রান্নার গ্যাস সিলিন্ডার ৯৫২ টাকায় পাওয়া যাচ্ছিল তা এবার পাওয়া যাবে ৮৫২ টাকায়। অর্থাৎ বর্তমান দামের থেকেও এখন আরও ১০০ টাকা কম পাওয়া যাবে। জানা যাচ্ছে, শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এমন ঘোষনার পর থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হয়ে গেল। এখন যারাই ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার নেবেন তারাই নতুন করে ১০০ টাকা ভর্তুকি পাবেন।

Advertisements