Ludo Game: কবে চালু হয়েছিল লুডো খেলা! ৯৯% মানুষই জানেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

When was the popular indoor game Ludo invented: ইনডোর গেমের কথা বললে মূলত আমরা যে খেলা গুলিকে বুঝি তার মধ্যে অন্যতম একটি হলো লুডো। বর্তমানে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অনলাইন গেম জনপ্রিয় হয়ে উঠেছে। আজকাল অনেকেই ডিজিটাল ভাবে লুডো খেলতে পছন্দ করেন। কিন্তু একটা সময় লুডো খেলার (Ludo Game) বোর্ড নিয়ে কোনো এক জায়গায় বসে শিশু থেকে বয়স্ক প্রতিটি মানুষ ঘন্টার পর ঘন্টা মেতে থাকতে পারতেন।

Advertisements

আজকাল মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে লুডো খেলা (Ludo Game) গেলেও বোর্ড, ১৬ টি গুটি, একটি ডাইস বা ছক্কা এই উপকরণ গুলি নিয়ে লুডো খেলার মজাটাই ছিল আলাদা। আমরা প্রত্যেকে লুডো খেলার সঙ্গে পরিচিত ঠিকই, কিন্তু অনেকেই আমরা জানি না এই লুডো খেলার আসল উদ্ভব কোথায় হয়েছিল? কবে থেকেই বা এই খেলা মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছিল? আজ এই সব অজানা বিষয়গুলিই আপনাদের জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।

Advertisements

বর্তমানে আমরা যে লুডো খেলি প্রাচীনকালে লুডো (Ludo Game) তার থেকে একটু আলাদা ধরনের ছিল। এই খেলার প্রথম নিদর্শন পাওয়া যায় মহারাষ্ট্রের ইলোরা গুহা থেকে। এই গুহার দেয়ালে চিত্রিত ছিল লুডোর ছক। তবে প্রাচীন কালে এই খেলার নাম লুডো ছিল না। এই খেলাকে প্রাচীন যুগে কখনো চৌপদ, কখনো পিচিসি আবার কখনো চৌজা নামে ডাকা হতো। অনেকে মনে করেন আফ্রিকাতে এই খেলাটি লুডো নামে জনপ্রিয়তা অর্জন করে।

Advertisements

আরও পড়ুন ? NBSTC Workers Salary Hiked: NBSTC কর্মীদের সুখবর দিল রাজ্য, বাড়ানো হলো বেতন, এবার মাসে মাসে কত মিলবে

সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাচীনকালে এই খেলার জন্য বর্তমান সময়ের মতো নির্দিষ্ট কোন বোর্ডে, গুটি অথবা ডাইস ব্যবহার হতো না। সে সময় লুডো খেলার জন্য বোর্ডের বদলে ব্যাবহৃত হতো হাতে তৈরি কাপড়। কখনো আবার স্লেটের উপরেও এটি খেলা হতো এবং গুটির পরিবর্তে ব্যবহার করা হতো কোনো ফলের বীজ বা বিভিন্ন আকারের পাথরের। কয়েক শো বছর ধরে এই খেলা ক্রমবিবর্তনের ফলে সমস্ত কিছুর পরিবর্তন করতে করতেই আধুনিক পর্যায় পৌঁছেছে।

মহাভারতে যে কুরুক্ষেত্র যুদ্ধের কথা উল্লেখ করা আছে সেই যুদ্ধের সূত্রপাত ঘটে পাণ্ডব ও কৌরবদের মধ্যে পাশা খেলার মাধ্যমে। এই পাশা খেলাকেও অনেকেই লুডোর পূর্বরূপ বলে চিহ্নিত করেন অনেকে। যদিও সেই সময় এর নাম লুডো ছিল না। মুঘলদের সময় এই খেলার প্রচলন ছিল। সম্রাট আকবরের রাজত্বকালে এই খেলাটি নিদর্শন পাওয়া যায়। জানা যায় মুঘল সম্রাট আকবরের প্রিয় খেলা গুলির মধ্যে অন্যতম ছিল এই খেলা।

Advertisements