নিজস্ব প্রতিবেদন : প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা তাকিয়ে থাকেন কবে খুলবে পুনরায় কেদারনাথের দরজা। কেননা কেদারনাথের দর্শনের (Kedarnath Yatra) জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর উপচে পড়ে পূর্ণার্থীদের ভিড়। এবার পুন্যার্থীদের সেই আশা পূরণ করতে শিবরাত্রির দিন ঘোষণা হয়ে গেল কবে থেকে পুনরায় খোলা হবে কেদারনাথের দরজা।
কেদারনাথ মন্দির ছাড়াও একই দিনে খোলা হবে চার ধামের আরও দুই ধাম গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের দরজাও। এই সব মন্দিরের দরজা পুনরায় খোলার ক্ষেত্রে ঘোষণার নির্দিষ্ট দিনক্ষণ রয়েছে। এছাড়াও মন্দির খোলার নির্দিষ্ট দিনও রয়েছে। সেই রীতি মেনেই এই বছর পুণ্যার্থীদের জন্য ঘোষণা করা হলো। শুক্রবার উখি মঠের ওমকারেশ্বর মন্দিরে এই ঘোষণা করা হয়।
মূলত প্রতিবছরই কেদারনাথ মন্দিরের দরজা পুনরায় খোলার ঘোষণা করা হয়ে থাকে শিবরাত্রির দিন। সেই নিয়মের অন্যথা এই বছরও হয়নি। রীতি মেনেই ৮ মার্চ শিব রাত্রির দিন পুনরায় কেদারনাথ মন্দির সহ গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের দরজা খোলার ঘোষণা করা হলো। কেদারনাথ মন্দির পুনরায় খোলার জন্য যে নির্দিষ্ট দিন রয়েছে তা হল অক্ষয় তৃতীয়ার দিন। এবারও সেই অক্ষয় তৃতীয়ার দিনেই পুনরায় খুলতে চলেছে কেদারনাথ মন্দিরের দরজা।
আরও পড়ুন ? Kedarnath Helicopter Service: হেলিকপ্টার চড়ে সহজেই ঘুরে আসুন কেদারনাথ, বুক করুন এইভাবে
এদিনের এই ঘোষণার পর দীর্ঘ ছয় মাসের পর পুনরায় আগামী ১০ মে থেকে শুরু হয়ে যাবে বাবা কেদারনাথের দর্শন। ঐদিন সকাল সাতটার সময় মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। অন্যদিকে বদ্রিনাথ মন্দিরের দরজা খোলা হবে ১২ মে। ১২ মে সকাল ছটার সময় বদ্রিনাথ মন্দিরের দরজা খোলার ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার চারধাম দর্শনের তোড়জোড় শুরু হবে এমনটাই আশা করা হচ্ছে।
শীতকালে কেদারনাথ মন্দির চত্বরে এতটাই ঠান্ডা পরে যে তা পুরোপুরি বরফের চাদরে ঢাকা পড়ে যায়। যে কারণে ভাইফোঁটার পর থেকেই ছয় মাসের জন্য বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দির দর্শন। কেদারনাথ মন্দিরের তিন দিক পাহাড়ে ঘেরা। একদিকে রয়েছে ২২ হাজার ফুটের কেদারনাথ পাহাড়, একদিকে রয়েছে ২১৬০০ ফুটের স্পেন্ডকুন্ড এবং অন্যদিকে রয়েছে ২২ হাজার ৭০০ ফুটের ভারত কুন্ড পাহাড়।