Airtel New Plan will meet the tower in the middle of the sky: বর্তমানে ভারতে যে দুই বৃহত্তম টেলিকম সংস্থার আছে তার মধ্যে এয়ারটেল হলো অন্যতম। এবার ভারতী এয়ারটেল তার গ্রাহকদের সুবিধার জন্য বিশেষ এক ব্যবস্থা করতে চলেছে। গ্রাহকদের সুবিধা পাবেন করতে ইন ফ্লাইট রোমিং প্ল্যান চালু করেছে এয়ারটেল। এর ফলে গ্রাহকরা বিমান ভ্রমণের সময়েও এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। পোস্টপেইড এবং প্রিপেইড উভয় গ্রাহকরাই এই ইন ফ্লাইট রোমিং প্ল্যান (Airtel New Plan) ব্যাবহার করার সুযোগ পাবেন।
আসলে জিও আসার পর থেকে ভারতের টেলিকম সেক্টরে এক বিপ্লব এসেছে। জিওর দেখাদেখি এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য সব টেলিকম সংস্থা গুলিই তাদের ইন্টারনেটের খরচ কমিয়ে দিয়েছে। তবে এবার খরচ কমানোর পাশাপাশি এয়ারটেল তাদের গ্রাহকদের আগেরর তুলনায় আরও ভালো পরিষেবা দিতে এই নতুন প্ল্যানগুলি বাজারে নিয়ে এসেছে।
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন একেবারে সাধ্যের মধ্যেই। মাত্র ১৯৫ টাকা থেকে ইন ফ্লাইট রোমিং প্ল্যান এর সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন গ্রাহকরা। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে মাটি থেকে হাজার হাজার ফুট উঁচুতে বিমানে বসে এই প্ল্যান এর সাহায্যে উচ্চ স্পিড সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। দেখুন কি কি নতুন মূল্যের প্ল্যান (Airtel New Plan) অফার করছে এয়ারটেল।
আরও পড়ুন ? BSNL new plan: ধারেকাছে নেই Jio, ধারেকাছে নেই Airtel, BSNL-এর এই প্ল্যানে রাতের ঘুম উড়ছে বাকিদের
- ১৯৫ টাকা- ১৯৫ টাকার এই প্ল্যানের সাহায্যে গ্রাহকরা ২৫০ এমবি ইন্টারনেট, ১০০ মিনিট কল ও ১০০ টি এসএমএস করতে পারবেন। এর বৈধতা থাকবে ২৪ ঘন্টা।
- ২৯৫ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন ৫০০ এমবি ডেটা, ১০০ মিনিট কল ও ১০০ টি এসএমএস। এই প্ল্যানের বৈধতাও থাকবে ২৪ ঘন্টা।
- ৫৯৫ টাকায় গ্রাহকরা ২৪ ঘন্টার বৈধতার ১ জিবি ডেটা, ১০০ মিনিট কল ও ১০০ টি এসএমএস করতে পারবেন।
ভারতী এয়ারটেলের তরফ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হয়েছে গ্রাহকরা এই প্ল্যান (Airtel New Plan) গুলি মোট ১৯ টি এয়ারলাইন্স এ ব্যাবহার করতে পারবেন। গ্রাহকরা যাতে ২৪ ঘন্টা নিজেদের সমস্যার কথা সংস্থাকে জানতে পারেন সেই উদ্দ্যেশ্যে সংস্থার তরফ থেকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর জারি করা হয়েছে। সেই নম্বরটি হল 99100-99100। এর মাধ্যমে গ্রাহকরা রিয়েল টাইম কাস্টমার কেয়ারের সাহায্য পাবেন।