নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে দেশের সাধারণ নাগরিকদের মুখে কেবলই হাসি ফোটাচ্ছে কেন্দ্র থেকে বিভিন্ন রাজ্যের সরকাররা। আসলে সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগে প্রত্যেক সরকার নিজেদের জনদরদী হিসাবে প্রমাণ করতে মরিয়া। যে কারণেই চলছে একের পর এক নতুন নতুন পদক্ষেপ।
কেন্দ্র সরকারের তরফ থেকে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের জন্য রান্নার গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়ার মেয়াদ ১ বছর বৃদ্ধি করে। এই ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার নতুন করে দেশের প্রত্যেক উপভোক্তাদের জন্য রান্নার গ্যাস (LPG New Price) সিলিন্ডারে ১০০ টাকা করে ছাড় দেওয়ার ঘোষণা করেন। নতুন এই ছাড় শনিবার থেকে লাগু হয়েছে।
তবে অনেকেই রয়েছেন যারা দাম কমার আগেই তাদের রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করে নিয়েছেন এবং এখনো পর্যন্ত ডেলিভারি পাননি। তাদের মধ্যে এখন একটি প্রশ্নই ঘোরাফেরা করছে আর সেই প্রশ্নটি হল, পুরাতন দাম নাকি নতুন দামে তাদের রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে হবে? জটিল এই প্রশ্নের উত্তর আমরা আজ আমাদের এই প্রতিবেদনে আপনাদের জানাবো।
আরও পড়ুন ? LPG Price: কলকাতা থেকে বীরভূম, জলের দরে রান্নার গ্যাস, দেখে নিন কত পড়বে আপনার জেলায়
শনিবার থেকে রান্নার গ্যাসের দাম নতুন করে ১০০ টাকা কমে যাওয়ার পর যে সকল জায়গায় ৯৫২ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছিল সেই সকল জায়গায় এখন মিলছে ৮৫২ টাকায়। যারা উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছেন তারা পাবেন ৫৫২ টাকায়। তবে এই দাম কার্যকর হয়েছে শনিবার অর্থাৎ ৯ মার্চ থেকে। গতকাল ঘোষণা হলেও নতুন দাম ৯ মার্চ রাত ১২টা থেকে কার্যকর হয়েছে।
এক্ষেত্রে যে সকল গ্রাহকরা আগে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করেছিলেন এবং যারা এখনো পর্যন্ত রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাননি অর্থাৎ এখনো পর্যন্ত যাদের ইন ভয়েস তৈরি হয়নি তারা নতুন দামেই রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন। রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যখন ইন ভয়েস তৈরি হয় তখন রান্নার গ্যাসের যে দাম থাকে সেই দামই লাগু হয়। যে কারণে যে সকল গ্রাহকরা দাম কমার আগেই রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করে নিয়েছেন, অথচ এখনো ডেলিভারি পাননি, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। কেননা তারা একেবারে নতুন দামেই রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন।