Extra Coaches Rajdhani Express: আরও সহজে মিলবে টিকিট, বাংলার ৩ রাজধানী এক্সপ্রেসে ঘটে গেল বড় বদল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন যত এগিয়ে চলেছে ততই বাড়ছে ভারতীয় রেলের (Indian Railways) চাহিদা। বিভিন্ন মাধ্যমে জানা যায়, মাত্র কয়েক বছর আগে যেখানে ভারতের ট্রেনের উপর ভর করে প্রায় এক কোটি মানুষ যাতায়াত করতেন, সেই সংখ্যাটা এখন বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন প্রতিদিন প্রায় দু’কোটি এবং বছরে প্রায় ৭০০ কোটি মানুষ ট্রেনের ওপর ভর করে যাতায়াত করেন।

Advertisements

রেল পরিষেবার চাহিদা এইভাবে বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই ট্রেনের কনফারমেশন টিকিট পাওয়া নিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দূরপাল্লার ট্রেনগুলিতে আগে থেকে টিকিট বুক করে না রাখলে সিট পাওয়া মুশকিল। তবে এমন পরিস্থিতির দিকে তাকিয়ে এবার বাংলা থেকে রওনা দেওয়া তিনটি রাজধানী এক্সপ্রেসে বড় বদল এনে দিল রেল বোর্ড।

Advertisements

যে তিনটি রাজধানী এক্সপ্রেসে বদল আনা হয়েছে সেই তিনটি রাজধানী এক্সপ্রেস হল ১২৩০১/১২৩০২ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া (ভায়া গয়া), ১২৩০৫/১২৩০৬ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া (ভায়া পাটনা) এবং ১২৩১৩/১২৩১৪ শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা। রেলের তরফ থেকে দিল্লিগামী এই তিনটি রাজধানী এক্সপ্রেসে যাত্রীদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে স্থায়ী ভাবে বাড়তি কোচ (Extra Coaches Rajdhani Express) জুড়ে দেওয়া হল। এর ফলে আগের তুলনায় অনেক বেশি যাত্রী টিকিট পাওয়ার সুযোগ পাবেন।

Advertisements

আরও পড়ুন ? New Vistadome Coach Train for WB: বাংলার জন্য বড় সুখবর, চালু হল নতুন ভিস্তাডোম কোচের ট্রেন, চলবে এই রুটে

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাট থেকে ভার্চুয়ালি ৮৫ হাজার কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অথবা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিগামী তিনটি রাজধানী এক্সপ্রেসে এমন বদল আনা হলো। রেলের তরফ থেকে জানানো হয়েছে, দিন দিন যাত্রী চাহিদা বাড়ছে আর সেই বিষয়টির দিকে নজর রেখে এমন কোচ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যাতে করে আরও বেশি সংখ্যক যাত্রী নিশ্চিন্তে সফর করার সুযোগ পান।

রেলের তরফ থেকে ১২৩০১/১২৩০২ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া (ভায়া গয়া) রাজধানী এক্সপ্রেস ট্রেনটিতে একটি বাড়তি AC 3 টায়ার কোচ লাগানো হয়েছে, ১২৩০৫/১২৩০৬ হাওড়া-নিউ দিল্লি-হাওড়া (ভায়া পাটনা) রাজধানী এক্সপ্রেসেও বাড়তি একটি AC 3 টায়ার কোচ লাগানো হয়েছে এবং ১২৩১৩/১২৩১৪ শিয়ালদা-নিউ দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ট্রেনটিতে AC 2 টায়ার কোচ লাগানো হয়েছে। মঙ্গলবার থেকেই বাড়তি কোচ নিয়ে এই সকল ট্রেনগুলি সফর শুরু করে দিয়েছে।

Advertisements