UPI May Chargeable: টাকা পাঠালেই গুনতে হবে চার্জ! UPI-এ নতুন নিয়ম জারি নিয়ে জল্পনা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতে নোট বন্দি হওয়ার পর সবচেয়ে দ্রুত গতিতে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে ডিজিটাল লেনদেন। আবার এই ডিজিটাল লেনদেনের জনপ্রিয়তা বৃদ্ধির পিছনে সবচেয়ে বড় যার ভূমিকা তা হল UPI। ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা লেনদেন এতটাই সহজ হয়ে গিয়েছে যে এর বিকল্প আপাতত বাজারে কিছু নেই বললেই বলা যেতে পারে।

Advertisements

ইউপিআই পরিষেবা ব্যবহার করে কেবলমাত্র টাকা-পয়সা লেনদেন নয়, এর পাশাপাশি বাড়িতে বসে বিভিন্ন ধরনের পরিষেবার বিল মেটানো থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম সেরে ফেলা যায়। ভারতের ইউপিআই বাজারের ৮০% মার্কেট দখল করে থাকা Gpay, PhonePe-র মত সংস্থা সম্প্রতি মোবাইল রিচার্জ থেকে শুরু করে বেশ কিছু ক্ষেত্রে বাড়তি চার্জ নেওয়া শুরু করে দিয়েছে।

Advertisements

মোবাইল রিচার্জ থেকে শুরু করে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট সহ বেশ কিছু ক্ষেত্রে বাড়তি চার্জ নেওয়া শুরু করার পাশাপাশি টাকা লেনদেনের ক্ষেত্রেও বাড়তি চার্জ নেওয়া হবে এমনই জল্পনা এবার শুরু হল। তবে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বাড়তি চার্জ নেওয়া শুরু হলেই গ্রাহক সংখ্যাও অনেক কমে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিককালের একটি সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে। সেক্ষেত্রে গ্রাহকদের অধিকাংশই দাবি করেছেন, ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহার করে টাকা নেওয়া শুরু হলে তারা তা আর ব্যবহার করবেন না।

Advertisements

আরও পড়ুন ? UPI Payment in Nepal: আরও সহজে হবে লেনদেন, টাকা ট্রান্সফারে নেপালে ভারতীয়দের জন্য খুলল নতুন দরজা

তবে এই সকল আশঙ্কার মধ্যেও ফিনটেক সংস্থাগুলি ইউপিআই পরিষেবার ওপর বাড়তি চার্জ নেওয়ার জন্য একপ্রকার প্রস্তুতি শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে। Gpay, PhonePe-র মত যে সকল সংস্থা রয়েছে অর্থাৎ যারা দেশের ইউপিআই বাজারের বড় অংশ দখল করে রয়েছে তাদের তরফ থেকে জানানো হচ্ছে, তারা রাজস্ব নিয়ে চিন্তিত এবং চার্জে নিতে চাইছে। জিরো এমডিআর তাদের ব্যবসায়িক মডেলকে ক্ষতিগ্রস্ত করছে। এমনকি এই বিষয়ে তারা এনপিসিআই-এর সঙ্গে আলোচনা করছে বলেই জানা যাচ্ছে।

তবে ইউপিআই মারফত টাকা লেনদেনের ক্ষেত্রে চার্জ নেওয়ার বিষয়টি এই প্রথম নয়। এর আগেও একাধিকবার ওই সকল সংস্থার তরফ থেকে চার্জ নেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গত বছরই এনপিসিআই ইউপিআই পরিষেবার ক্ষেত্রে কোন চার্জ বসানোর পক্ষে সম্মতি দেয়নি কেন্দ্র সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। কিন্তু যেহেতু Gpay, PhonePe-র মত সংস্থা দেশের প্রায় ৮০% বাজার ধরে রেখেছে তাই তারা যদি উল্টে চাপ দিতে শুরু করে তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারে।

Advertisements