Retirement Allowances Hiked: সিভিক থেকে আশাকর্মী, সবার সুবিধা বাড়ালো রাজ্য, এবার অবসর নিলেই মিলবে এত টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay) রাজ্যের বাসিন্দা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের সামনে যেন কল্পতরু রূপে হাজির হয়েছেন। গত কয়েক মাস ধরে তাকে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষদের জন্য প্রতিনিয়ত কোন না কোন নতুন ঘোষণা করতে দেখা যাচ্ছে। আর এবার তিনি যে ঘোষণা করলেন তাতে আশা কর্মী হোক অথবা সিভিক ভলেন্টিয়ার, সবাই অবসরকালীন (Retirement Allowances Hiked) অনেক বেশি সুবিধা পাবেন। আগের তুলনায় মিলবে অনেক বেশি টাকা।

Advertisements

দিন কয়েক আগেই রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেই বাজেটে তিনি সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশদের প্রতিমাসে এক হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই বেতন বৃদ্ধির ঘোষণা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হয়ে যাবে। এরপর আবার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন।

Advertisements

আর এই সকল ঘোষণার রেস কাটতে না কাটতেই বুধবার নতুন করে অবসরকালীন সুবিধা বৃদ্ধির ঘোষণা করা হলো। এবারের ঘোষণা অনুযায়ী আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, প্যারাটিচার, ভিলেজ পুলিশ, অক্সিলিয়ারি ফায়ার অপারেটরেরা ঘোষিত সুবিধা পাবেন। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এই ঘোষণা এই সকল কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Shiksha Bandhu Salary Hiked: ৪০% বেতন বেশি পাবেন শিক্ষাবন্ধুরা, এখন হাতে মিলবে কত টাকা

আশা কর্মী থেকে শুরু করে হোমগার্ড, প্যারাটিচার, ভিলেজ পুলিশ, অক্সিলারি ফায়ার অপারেটররা কেনই বা খুশি হবেন না। কেননা আগে তারা অবসর গ্রহণের পর অবসরকালীন সুবিধা হিসাবে তিন লক্ষ টাকা হাতে পেতেন। কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা দ্বিগুণ করে দেওয়া হল। অর্থাৎ এবার এই ধরনের কর্মীরা অবসর নিলে পাবেন ছয় লক্ষ টাকা। অবসর গ্রহণের পর এই বিপুল টাকা তাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে।

লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের তরফ থেকে এই সকল কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সুবিধা প্রধান ঐ সকল কর্মচারীদের সংগঠনগুলি স্বাগত জানিয়েছে। যদিও বিরোধীদের তরফ থেকে ঠিক ভোটের আগে এইভাবে বেতন বৃদ্ধি এবং বাড়তি সুবিধা প্রদান নিয়ে খোটা দিতে ছাড়েননি। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এতদিন কেন সরকার এই সকল কর্মচারীদের বঞ্চিত করে রাখল। আগেই এই ধরনের পদক্ষেপ নিলে অন্ততপক্ষে তারা আরও উপকৃত হতেন।

Advertisements