নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) পরিবারের একমাত্র মেয়ে নন তা রাজ্যের অধিকাংশ মানুষেরাই জানেন। তবে তারা ঠিক কত ভাই বোন, মুখ্যমন্ত্রীর পরিবারের মোট সদস্য (Mamata Bandopadhyay’s Total Family Members) সংখ্যা কত তা অনেকের জানা ছিল না। তবে এই বিষয়টি বুধবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে তুলে ধরেছেন।
এইভাবে হঠাৎ পরিবারের সদস্যদের তালিকা সামনে আনার পিছনে অবশ্য অন্য একটি রাজনৈতিক কারণ রয়েছে। আর সেই রাজনৈতিক কারণ হলেন খোদ মুখ্যমন্ত্রীর ছোট ভাই বাবুন, যিনি স্বপন বন্দ্যোপাধ্যায়। আসলে লোকসভা নির্বাচনে তিনি হাওড়া থেকে প্রার্থী হবেন এমন প্রত্যাশা রেখেছিলেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার হুঁশিয়ারি দিয়েছেন।
নিজের ভাইয়ের থেকে এমন হুঁশিয়ারি পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে ত্যাজ্য ঘোষণা করেছেন। শুধু তাকে ত্যাজ্য ঘোষণা করা নয়, এর পাশাপাশি তাকে কড়া ভাষায় আক্রমণও করেছেন। তাকে লোভী বলেছেন। এমনটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমাদের পরিবারে প্রায় ৩২ জন সদস্য আছেন। কিন্তু কেউ এরকম বাবুনের মতো লোভী নয়। বাবুনের এমন ঘটনায় সবাই ক্ষুব্ধ।”
আরও পড়ুন ? Most Powerful Indians: দেশের সবচেয়ে ক্ষমতাশালী ভারতীয় মোদি, দেখে নিন কত নম্বরে মমতা, কত নম্বরে রাহুল
এখন প্রশ্ন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পরিবারের কারা কারা রয়েছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা হলেন অজিত বন্দোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কোভিড অতিমারির সময় ২০২১ সালে মারা যান। তার ছেলে অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাইপোর নাম আকাশ বন্দ্যোপাধ্যায়। যার সঙ্গে ২০২৩ সালে বান্ধবী উপাসনার বিয়ে হয়।
এছাড়াও মমতার ভাই হলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, গনেশ বন্দ্যোপাধ্যায়। কার্তিক বন্দ্যোপাধ্যায়েরই ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিন কয়েক আগে বিয়ে হয় দীক্ষা ছেত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক ভাই হলেন অমিত বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী লতা বন্দ্যোপাধ্যায়। অমিত ও লতার ছেলে হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন, যাকে নিয়েই এত কান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভাই ও তাদের স্ত্রী এবং সন্তান এসব মিলিয়েই প্রায় ৩২ জনের সদস্য রয়েছে।