Quilt: কেন বলুন তো, লেপ তৈরিতে ব্যবহার করা হয় লাল কাপড়?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reasons for using red cloth in Quilt: প্রচন্ড শীতে ঠান্ডার হাত থেকে বাঁচতে লেপের জুড়ি মেলা ভার। এখনতো শিতের শেষ গরম পড়ে গেছে বললেই চলে তাই এবার লেপ (Quilt) রোদে দিয়ে তুলে রাখার পালা। আবার নামানো হবে সামনের শীতে। লেপ আমরা প্রায় সব বাড়িতেই ব্যবহার করি কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছি সমস্ত লেপ সব সময়ের জন্য লাল কাপড় দিয়েই বানানো হয় কেন? কখনো ভেবে দেখেছেন লেপের তুলো কেন লাল কাপড় দিয়েই মোরা হয়? কারণ জানলে আপনি চমকে যাবেন। তো চলুন জেনে নেয়া যাক কারণটা কি।

Advertisements

লোকোমুখে শোনা যায় যে, বাংলা বিহার ও উড়িষ্যার নবাব মুর্শিদকুলি খান -এর সময় থেকে লাল কাপড়ে লেপ বানানো শুরু হয়। তখন লেপ (Quilt) বানানো হতো লাল মখমলের কাপড় দিয়ে। তখন থেকেই কি এই পরম্পরা চলে আসছে?

Advertisements

মুর্শিদাবাদে লম্বা কার্পাসের চাষ হয়। শুরুর দিকে সেই কার্পাস তুলো লাল রঙে চুবিয়ে লাল মোলায়েম মখমলের কাপড়ে মুড়ে লেপ (Quilt) বানানো হতো। তাতে আতরও ছিটানো হতো সুগন্ধ পাবার জন্য। কিন্তু কার্পাস তুলো বা মখমলের কাপড় দুটোরই দাম অনেক বেশি। তাই সাধারণ মানুষ লাল কাপড়ে সাধারণ তুলো ভরে লেপ বানাতে শুরু করে।

Advertisements

আরও পড়ুন ? Blanket Cleaning Tips: শীত চলে গেলে লেপ, কম্বল তুলে দিলাম বললেই চলবে না, মাথায় রাখতে হবে এই ৪ বিষয়

কিন্তু তাও লাল কাপড়ই কেন ব্যবহার করা হবে সেই প্রশ্নটা থেকেই যায়। এই লেপ বানানোর জন্য লাল কাপড় কে কেন বেছে নেওয়া হয়েছে তা নিয়ে নানা মত পার্থক্য রয়েছে মানুষের মধ্যে। কেউ কেউ বলেন লাল রংয়ের তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর বিক্ষেপণ কম হওয়ার জন্য দূর থেকে লাল রং দৃষ্টি আকর্ষণ করে বেশি। তাই ব্যবসায়ীরা লাল রঙে লেপ (Quilt) বানাতো যাতে সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা যায় অনেক দূর থেকে। আবার একদল বলেন লেপ ধোয়া যায় না। তাই গারো লাল রংয়ের কাপড়ে লেপ বানালে তাতে জমে থাকা ময়লা কম দেখা যায়।

সবদিক বিচার করে বলাই যায় যে, সেভাবে নির্দিষ্ট কোন কারণ না থাকলেও এই লাল কাপড়ে লেপ (Quilt) তৈরি করার বিষয়টি একটা প্রথার মত চলে আসছে বছরের পর বছর ধরে। একে লেপ তৈরির ঐতিহ্য বললেও খুব একটা ভুল হবেনা।

Advertisements