Loan Defaulters: বদলে গেল লোন শোধের নিয়ম, এবার ঋণ খেলাপীদের ৫ সুবিধা দিয়ে দিল RBI

Prosun Kanti Das

Published on:

Advertisements

Now RBI has given 5 benefits to Loan defaulters: বাড়ি-গাড়ি করার জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য লোন নিয়েছেন? কিন্তু সময়ে পরিশোধ করতে পারছেন না? ঋণ খেলাপ হয়ে যাচ্ছে? ব্যাঙ্ক তরফে হুমকি দেওয়া হচ্ছে? দুর্ব্যবহার করছে? সীমা লঙ্ঘন করছে? সীমা লঙ্ঘন করার অধিকার নেই কোনো ব্যাঙ্কেরই। জানিয়েছে RBI। কিস্তি শোধ নিয়ে আর বল প্রয়োগ বা জবরদস্তি নয়। কিস্তি খেলাপীদের লোন শোধের জন্য ৫ সুবিধা (Loan Defaulters) এনেছে RBI। যার ফলে ভয় চিন্তা দূর করে ঋণ শোধ করতে পারবেন ঋণগ্রস্তরা। দেখে নিন সেই ৫ নিয়ম।

Advertisements
ঋণ পরিশোধ সম্পর্কিত RBI-এর ৫ নিয়ম

নোটিশ পাঠানো

Advertisements

কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে না পারলে সে অপরাধী হয়ে যায় না। তার অধিকার কেড়ে নেওয়া যায় না। ব্যক্তির উপর জবরদস্তি বা খারাপ ব্যবহার করাও উচিত নয়। এক্ষেত্রে পূর্বের টাকা পুনরুদ্ধারের জন্য ব্যাঙ্ক তরফে ঋণ খেলাপীদের (Loan Defaulters) কাছে নোটিশ পাঠাতে হবে। ঋণ পরিশোধের জন্য আরও বেশ কিছুদিন সময় দিতে হবে।

Advertisements

বন্ধক সম্পত্তি বাজেয়াপ্ত

RBI-এর নির্দেশিকায় এও জানানো হয়েছে যে, ঋণ গ্রহীতারা নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে পারছে না মানেই যে তাদের উপর চাপ সৃষ্টি করতে হবে তা নয়। ব্যাঙ্কগুলিকে নির্দিষ্ট পদ্ধতি মেনে চলতে হবে। তাদের টাইম পেরিয়ে যাওয়ার পর নোটিশ পাঠাতে হবে। সেই নোটিসের প্রত্যুত্তরেও যদি ঋণ গ্রহীতারা দিন খেলাপ করে সেক্ষেত্রে আইনত অধিকার অনুযায়ী ঋণ সুরক্ষার্থে বন্ধক সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।

সম্পত্তি বিক্রি

নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি টানা ৯০ দিন লোন পরিশোধ করতে না পারে তাহলে তার পারফর্মিং অ্যাসেট NAP হয়ে যায়। এর ফলস্বরূপ ৬০ দিনের একটি নোটিশ জারি করা হয় ব্যাঙ্ক তরফে। তারপরেও যদি ঋণগ্রহীতারা লোন পরিশোধ করতে না পারে তাহলে ব্যাঙ্ক সেই বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করতে পারে।

আরও পড়ুন ? RBI Penalty: শুধু পেটিএম নয়, এবার শাস্তির মুখে বন্ধন ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

সম্পত্তির ন্যায্য মূল্য

RBI-এর নিয়মে নোটিশ পাঠানোর ৬০ দিনের মধ্যে ঋণ খেলাপকারীরা লোন পরিশোধ না করতে পারলে ব্যাঙ্ক তরফে সম্পত্তি বিক্রি করার অধিকার রয়েছে। তবে তার জন্য আরও ৩০ দিন লোন পরিশোধের সুবিধা পাবেন ঋণ খেলাপকারীরা। কারণ সম্পত্তি বিক্রির জন্য সম্পত্তির ন্যায্য মূল্য, নিলামের মূল্য, তারিখ, সময় উল্লেখ করে গণবিজ্ঞপ্তি জারি করতে হবে।

মূলত ঋণ সুরক্ষার্থেই ঋণ খেলাপীদের (Loan Defaulters) সময় দেওয়া, নোটিশ পাঠানো শেষ পর্যন্ত ঋণ দাতাদের কাছে বন্ধক রাখা সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেয় SARFAESI। উপরে উল্লেখিত অধিকারগুলি লঙ্ঘন করে যদি কোনো থার্ড পার্টি এজেন্ট ঋণ খেলাপীদের উপর চাপ সৃষ্টি করে, খারাপ ব্যবহার করে তাহলে ঋণগ্রহীতারা ব্যাঙ্কে গিয়ে অভিযোগ করতে পারেন। তাতেও যদি না হয় তাহলে ব্যাঙ্কিং ন্যায়পালের কাছে এই বিষয়ে জানাতে পারেন। তবে ব্যাঙ্ক তরফে ঋণগ্রহীতাদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। তাদের উচিত সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে গ্রাহকদের বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করা, তাদেরকে বোঝানো।

Advertisements