SBI Car Loan: গাড়ি কেনার শখ, ৫ লাখের গাড়িতে কত দিতে হবে EMI

Prosun Kanti Das

Published on:

Advertisements

SBI Car Loan will help fulfill the dream of buying a car: গাড়ি কেনার শখ রয়েছে কিন্তু অর্থের অভাবে পিছিয়ে পড়ছেন? না আর পিছিয়ে পড়া নয়। সাধারণ মানুষের সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব নিলো SBI। শুরু করলো এসবিআই কার লোন (SBI Car Loan)। যে লোনের মাধ্যমে গাড়ি কিনে নিজের ইচ্ছে পূরণ করতে পারবেন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা।

Advertisements

প্রসঙ্গত, বহুদিন আগে থেকেই বাড়ি তৈরি করার জন্য ব্যাঙ্ক তরফে হোম লোন প্রদান করে। তবে এবার বাড়ির পাশাপাশি গাড়ি কেনার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গ্রাহকদের জন্য প্রদান করল দারুন অফার। আনলো এসবিআই কার লোন পদ্ধতি। ফলেই কোনো ব্যক্তি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গ্রাহক হয়ে থাকেন এবং গাড়ি কেনার শখ থাকে তাহলে এই সুযোগ আর হাতছাড়া নয়।

Advertisements

এসবিআই কার লোনের মাধ্যমে গাড়ি কিনে নিজের শখ তো পূরণ করবেন। কিন্তু তার আগে জানতে হবে তো সেই লোন কিভাবে পরিশোধ করতে হবে? তার জন্য মাসে মাসে কত EMI দিতে হবে? জেনে নিন সেই হিসাব-নিকাশ।

Advertisements

আরও পড়ুন ? Loan Defaulters: বদলে গেল লোন শোধের নিয়ম, এবার ঋণ খেলাপীদের ৫ সুবিধা দিয়ে দিল RBI

কার অর্থাৎ গাড়ি কেনার ন্যূনতম মূল্য হল ৫ লাখ। ৫ লাখ টাকার কমে গাড়ি কেনা অসম্ভব। তাই সময় নষ্ট না করে নূন্যতম দামের গাড়ি কিনতে ৫ লাখ টাকা লোন নিলে মাসিক সুদ সমেত কত টাকা জমা করতে হবে জেনে নেওয়া যাক। তার উপর কত শতাংশ করেই বা সুদের হার ধার্য করা হবে সেটাও জেনে নেওয়া যাক।

এসবিআই কার লোনের (SBI Car Loan) মাধ্যমে কেউ যদি ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকা লোন নেন সেক্ষেত্রে সেই অ্যামাউন্টের উপর বার্ষিক সুদ বৃদ্ধি হবে ৯.৭০ শতাংশ। সিভিল স্কোর ভালো থাকলে সুদের হার কমে ৮.৮৫ শতাংশ হতে পারে। সেক্ষেত্রে ৫ বছরের হিসাবে ৮.৮৫ শতাংশ সুদের হারে ব্যক্তিকে প্রতিমাসে কিস্তি পরিশোধ করতে হবে ১০,৩৪৩ টাকা। সেই অনুযায়ী বার্ষিক মোট EMI-এর পরিমাণ হবে ১,২০,৫৬৯ টাকা। ফলেই ৫ বছরে সুদ সমেত দিতে হবে ৬,২০,৫৬৯ টাকা।

Advertisements