This strange railway station in India does not have platform No. 1: যাতায়াতের জন্য আমরা যে সমস্ত যানবাহন ব্যবহার করি তার মধ্যে বহুল প্রচলিত, জনপ্রিয় ও পুরনো যানবাহন বলা যায় রেলকে। সাধারণ মানুষ নিত্যদিনের যাতায়াতের জন্য রেলকেই বেছে নেন। শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার জন্য নয়, এক দেশ থেকে আরেক দেশে যাবার জন্যও রেলপথকে ব্যবহার করা হয়। দেশের বিভিন্ন রেল স্টেশন নিয়ে রয়েছে নানা গল্প, নানা রহস্য। তারই মধ্যে একটা রেল জংশন (Strange Railway Station) সম্পর্কে অবাক করা কিছু তথ্য আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে।
আপনারা কি জানেন দেশের মধ্যে এমন একটা ব্যস্ততম রেল জংশন (Strange Railway Station) রয়েছে যেখানে নেই এক নম্বর প্লাটফর্ম। এই জংশনে একাধিক প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও নেই এক নম্বর প্লাটফর্মটি। প্ল্যাটফর্মের সংখ্যা শুরু হয়েছে ২ নম্বর থেকে। রেল জংশনে সাধারণত রেল স্টেশনের থেকে বেশি প্ল্যাটফর্ম থাকে। আর ব্যস্ততাও থাকে তুঙ্গে। সবকিছু স্বাভাবিক হওয়া সত্ত্বেও এই রেল জংশনটিতে একটি মাত্র খটকা, এক নম্বর প্লাটফর্ম।
অবাক করা এই রেল স্টেশনটির নাম বারাউনি জংশন (Strange Railway Station)। বিহারের বেগুসরাই জেলায় গঙ্গার ধারে অবস্থিত বাড়াউনি গ্রামের নাম থেকে এই রেল জংশন এর নাম হয়েছে বারাউনি রেল জংশন। ভারতের অন্যান্য সর্বাধিক ব্যস্ততম রেল জংশন গুলির মধ্যে এটি অন্যতম। এটি পূর্ব মধ্য রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ে।
বিহারের সবথেকে পুরনো ও ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে বারাউনি রেল জংশন (Strange Railway Station) অন্যতম। প্রতি দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে এই জংশন থেকে। কিন্তু এত ব্যস্ততা থাকা সত্ত্বেও এখানে কেন নেই এক নম্বর প্লাটফর্ম? কারণটা জানলে (General knowledge) আপনি অবাক হয়ে যাবেন।
বারাউনি স্টেশনে একসাথে দুটো লাইন একই জায়গায় এসে মিশেছে, আর দুটো লাইনই যুক্ত হয়েছে প্ল্যাটফর্মের সাথে। তাই সবাইকে অবাক করে দিয়ে বারাউনি স্টেশনে রয়েছে দুটো ২ ‘নম্বর প্ল্যাটফর্ম। যার একটি আপ লাইন ও অপরটি ডাউন লাইন হিসেবে ব্যবহৃত হয়। আর এই জটিলতার মাঝখানে পড়েই জংশনটিতে নেই এক নম্বর প্লাটফর্ম। আর এখানেই দেশের অন্যান্য সব রেল জংশন বা রেল স্টেশনের থেকে বারাউনি রেল জংশন আলাদা হয়ে রয়েছে।