LIC Death Claim: মারা গিয়েছেন পলিসি হোল্ডার! কীভাবে মিলবে LIC-র ডেথ ক্লেইম?

Prosun Kanti Das

Published on:

Advertisements

How to get LIC Death Claim if the policy holder dies: এলআইসির অন্যান্য পলিসি গুলোর মতই এলআইসি জীবন বীমা (LIC Death Claim) নিগম ভারতের সবথেকে জনপ্রিয় ও ভরসা যুক্ত একটি বীমা সংস্থা। এলআইসি পলিসিগুলি আপনার ও আপনার পরিবারের ভবিষ্যতের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য খুবই প্রয়োজনীয়। একটি পলিসি করার পর নির্দিষ্ট সময় পর পলিসি হোল্ডার নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত পান। জীবন বীমার ক্ষেত্রে কোন পলিসি হোল্ডার যদি পলিসি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এবং তার আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাহলে বীমা কোম্পানি সেই সাহায্য করে থাকে।

Advertisements

কোন পলিসি হোল্ডার যদি এলআইসি জীবন বীমা পলিসি চলাকালীন মারা যান তবে সেই পলিসি হোল্ডারের বাড়ির সদস্যরা পলিসির টাকাটা পেতে পারেন। এক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয় পলিসি হোল্ডারের বাড়ির সদস্যদের।

Advertisements
নিয়ম: এলআইসি ডেথ ক্লেম (LIC Death Claim) করার নিয়ম গুলি হল
  1. পলিসি হোল্ডারের মৃত্যুর পর এলআইসির স্থানীয় শাখায় তার পলিসের নামে ডেথ ক্লেম (LIC Death Claim) এর আবেদন করতে হয়। পলিসিতে নমিনি হিসেবে যার নাম দেওয়া রয়েছে সেই ব্যক্তি এই আবেদন করতে পারবে।
  2. পলিসি টাকা পলিসি হোল্ডার এর ব্যাংক একাউন্টের পরিবর্তে নমিনির ব্যাংক একাউন্টে ট্রান্সফার করার জন্য এনইএফটি সহ বেশ কিছু ফর্ম ফিলাপ করতে হয়।
  3. এরপর ওই ফর্ম এর সাথে নমিনির আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা ও একটি বাতিল চেক ইত্যাদি গুরুত্বপূর্ণ নথীগুলির জেরক্স কপি সহ পলিসি হোল্ডারের ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, পলিসি বন্ডের কাগজ জেরক্স করে জমা দিতে হয়। প্রতিটি কাগজ নমিনির দ্বারা সেল্ফ অ্যাটেস্টেড হতে হয়।
  4. আরও পড়ুন ? LIC policy for Women: মহিলাদের জন্য নতুন পলিসি আনল LIC, নামমাত্র টাকা জমিয়ে মিলবে ১১ লক্ষ টাকা।

  5. এছাড়া নমিনিকে একটি আবেদন পত্র লিখে জমা দিতে হয়। যাতে লেখা থাকবে পলিসি হোল্ডারের মৃত্যুর কারণ, সময়, স্থান ইত্যাদি বিষয়ের বিস্তারিত বর্ণনা।

আবেদনপত্র, নথিপত্র এবং ব্যাংকের ফর্ম গুলি ঠিকমতো ফিলাপ করে এলআইসি সংস্থার স্থানীয় অফিসে জমা দেবার পর এলআইসি সংস্থার তরফ থেকে সেগুলিকে যাচাই করা হয়। এই যাচাই প্রক্রিয়ায় যদি কোন সমস্যা না হয় প্রতিটি তথ্য যদি সঠিক ও যথাযথ হয় তবে পলিসি হোল্ডারের টাকাটা নমিনি তার নিজের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করতে পারে। তবে নথিপত্র জমা দিয়ে ডেথ ক্লেম (LIC Death Claim) করা থেকে নমিনির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতে এক মাসের কাছাকাছি সময় লাগতে পারে।

Advertisements
Advertisements