Ticketing System in Sealdah Railway Station: নগদ নিয়ে চিন্তার দিন শেষ, শিয়ালদা রেল স্টেশনে টিকিট বুকিংয়ে মিলবে নতুন সুবিধা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতবর্ষে যে সকল গুরুত্বপূর্ণ রেলস্টেশন রয়েছে সেই সকল রেলস্টেশনের মধ্যে অন্যতম একটি হলো শিয়ালদা রেল স্টেশন (Sealdah Railway Station)। প্রতি মিনিটে হাওড়া রেল স্টেশনে হাজার হাজার যাত্রীরা যাতায়াত করে থাকেন। শিয়ালদা রেল স্টেশনের এমন গুরুত্বের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে প্রতিনিয়ত নানান সুবিধা প্রদান করা হচ্ছে এই রেলস্টেশনে।

Advertisements

এবার শিয়ালদা রেল স্টেশনে এমন এক সুবিধা প্রদান করা হলো রেলের তরফ থেকে, যে সুবিধার পরিপ্রেক্ষিতে যাত্রীদের কাছে নগদ টাকা না থাকলেও তারা টিকিট (Ticketing System in Sealdah Railway Station) কিনতে পারবেন। শিয়ালদা রেল স্টেশন ছাড়াও কলকাতা রেলস্টেশনেও একই সুবিধা প্রদান করলো পূর্ব রেল (Eastern Railway)। এই ব্যবস্থার ফলে যাত্রীরা অনেক সহজেই নিজেদের সকলের জন্য টিকিট বুকিং করতে পারবেন।

Advertisements

শিয়ালদাহ ও কলকাতা রেল স্টেশনে শনিবার থেকে এমন পরিষেবা চালু করা হলো এবং তার পরিপ্রেক্ষিতে এবার কাউন্টারে গিয়ে নগদ না থাকলেও নিজেদের সংরক্ষিত টিকিট বুকিং করতে পারবেন। নতুন এই পরিষেবার পরিপ্রেক্ষিতে কাউন্টারের বাইরে যাত্রীরা ফেয়ার রিপিটার দেখতে পাবেন। অর্থাৎ যাত্রীর টিকিটের জন্য কত টাকা লাগবে তা ওই স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে এবং তারপর সেখানে পেমেন্টের জন্য কিউবার কোড ভেসে উঠবে।

Advertisements

আরও পড়ুন ? IRCTC Refund Rules Changed: বদলে গেল ট্রেনের টিকিট বাতিলের টাকা ফেরত দেওয়ার নিয়ম, আরও সুবিধা পাবেন যাত্রীরা

যাত্রীরা ঐ কিউআর কোড স্ক্যান করে তাদের টিকিটের দাম দিয়ে দিতে পারবেন। এর ফলে নগদ দিতে হবে না অথবা পকেটে ভরে নগদ অর্থ নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়াও নতুন এই ব্যবস্থার ফলে খুব সহজে পেমেন্ট করা যেমন সম্ভব হবে সেইরকম তাড়াতাড়ি টিকিট বুকিংও হবে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে একাধিক সুবিধা প্রদান করা হবে যাত্রীদের।

এটিভিএম মেশিন ও পিওএস মেশিনের মাধ্যমে যাত্রীরা দীর্ঘদিন ধরেই কিউআর কোড স্ক্যান করে লোকাল থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত টিকিট বুকিং করতে পারছেন। এবার নতুন এই ব্যবস্থার ফলে টিকিট কাউন্টারে গিয়ে কিউআর কোড স্ক্যান করে সংরক্ষিত টিকিটও বুকিং করতে পারবেন। শিয়ালদার পাশাপাশি আগামী দিনে হাওড়া রেল স্টেশনেও এই পরিষেবা চালু হবে বলেও জানানো হয়েছে।

Advertisements