How much salary does Sourav Ganguly get from Dadagiri: সৌরভ গঙ্গোপাধ্যায়, নামটা কে না জানে? বাঙালির কাছে গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায় ওরফে দাদা। হ্যাঁ, বাঙালি তাকে “দাদা” বলে ডাকতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে। ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের একমাত্র বাঙালি খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তিনি শুধু বাঙালি খেলোয়াড় হিসেবে নয়, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদের দায়িত্ব সামলেছেন। খেলোয়াড়ের জীবন থেকে অবসর নেবার পরও তিনি কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্ক মুছে ফেলেন নি। তিনি বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়ে আবারও কলকাতার নাম উজ্জ্বল করেছেন সারা ভারতবর্ষ তথা বিশ্বের সামনে।
এককালের জনপ্রিয় খেলোয়াড় হিসেবে বা বিসিসিআই এর প্রেসিডেন্ট হিসেবে তিনি অনেক উপার্জন করেছেন। এছাড়াও প্রায় ১১টি ব্র্যান্ডের সাথে তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি টেলিভিশন জগতের খুব জনপ্রিয় একটি নন ফিকশন শো দাদাগিরির সঞ্চালক হিসেবে কাজ করছেন । আপনি কি জানেন এই দাদাগিরির সঞ্চালনা করার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ঠিক কত টাকা বেতন পান (Sourav Ganguly Dadagiri Salary)! সেই খবরই আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো।
জি এর অন্যতম জনপ্রিয় বাংলা চ্যানেল অর্থাৎ জি বাংলায় সম্প্রচারিত হয় এই নন ফিকশন শো ‘দাদাগিরি’। শো টির পুরো ফরম্যাট টাই তৈরি হয়েছে তার সঞ্চালক সৌরভ গাঙ্গুলীকে ঘিরে। তাঁকে ছাড়া এই শো এর কথা ভাবতেই পারেনা চ্যানেল কর্তৃপক্ষ বা দর্শকবৃন্দ কেউই। তার জীবনী, আদর্শ, পথ চলা সবকিছুই বাঙালির কাছে অনুপ্রেরণা যুগিয়ে এসেছে। সৌরভ গাঙ্গুলী শুধুমাত্র একজন খেলোয়াড় নয়, শুধুমাত্র একজন কলকাতা বাসি নয় তিনি কলকাতা তথা সমগ্র বাঙালি জাতির কাছে আবেগের পর্যায়ে রয়েছেন।
আরও পড়ুন ? Sourav Ganguly Net Worth: খেলার মাঠ থেকে বিনোদন মঞ্চ কাঁপানো সৌরভ দাদা কত টাকার মালিক!
সম্প্রতি টেলিভিশনের পর্দায় জি বাংলা চ্যানেলে অত্যন্ত জনপ্রিয় এই নন ফিকশন শো দাদাগিরি ২ দিন করে সম্প্রচারিত হয় রাত ১০ টার সময়। আর এই ২ দিনে কত টাকা বেতন পান (Sourav Ganguly Dadagiri Salary) সৌরভ গাঙ্গুলী তা জানলে আপনি অবাক হবেন। সপ্তাহে ২ দিন শো করার জন্য তিনি বেতন নেন ১ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ মাসের শেষে তিনি প্রায় ৪ কোটি টাকা রোজগার করেন দাদাগিরির সঞ্চালক হিসেবে। এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।
তার এক সপ্তাহের উপার্জন (Sourav Ganguly Dadagiri Salary) দিয়ে কিনে ফেলা যায় কোন নাম করা আবাসনে সুদৃশ্য কোন ফ্ল্যাট। ৪০ বছর বয়স পর্যন্ত তিনি ক্রিকেটের জগতের সাথে যুক্ত ছিলেন । প্রাক্তন অধিনায়ক হিসেবে বা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে তিনি এর আগেও কোটি কোটি টাকা উপার্জন করেছেন। এছাড়াও নানা নামিদামি ব্রান্ডের সাথে কাজ করেও তিনি অনেক অর্থ উপার্জন করেন। তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী, তিনিও একজন বিখ্যাত ওডিসি নৃত্যশিল্পী। তাঁদের একমাত্র মেয়ে সানা গাঙ্গুলী এতদিন লন্ডনে পড়াশুনা করলেও বর্তমানে এক আন্তর্জাতিক সংস্থায় চাকুরিরতা।