Flying Taxi: ভারতেই আসছে ফ্লাইং ট্যাক্সি, অপেক্ষা কয়েক মাসের, ভাড়া নিয়েও মিলল পূর্বাভাস

Antara Nag

Published on:

Advertisements

Flying taxis are coming to the Indian market within a few month: সড়কপথে কিংবা রেলপথে যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে? অফিস কিংবা স্কুল-কলেজে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে? টিচার বসেদের থেকে বকা খেতে হচ্ছে? বকা খাওয়ার দিন শেষ। এসে গিয়েছে সমস্যার সমাধান। স্বল্প সময়ে পৌঁছে যাবেন নির্দিষ্ট গন্তব্যে। খুব শীঘ্রই দেশে আসতে চলেছে উড়ন্ত ট্যাক্সি (Flying Taxi)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গাড়ির ডিজাইন, দাম, ক্যাপাসিটি বিস্তারিত তথ্য। মধ্যবিত্তরাও কি গাড়িতে চড়তে পারবে? জানতে হলে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

Advertisements

সাম্প্রতিক এই উড়ন্ত ট্যাক্সি (Flying Taxi) e200 সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন, বৈদ্যুতিক প্লেন কোম্পানির প্রতিষ্ঠাতা এবং IITM-এর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের বিজ্ঞানী সত্য চক্রবর্তী। যিনি একজন বিশিষ্ট বাঙালি। তাঁর কথায়, আসন্ন এই বৈদ্যুতিক ট্যাক্সি এমন ভাবে তৈরি করা হয়েছে যা স্বল্প জায়গায় দাঁড়ানোর জন্য ঠিকঠাক। পাশাপাশি যাত্রীদের সুরক্ষা, আরামদায়কতা এবং ব্যাটারি ক্যাপাসিটির দিকেও যথেষ্ট খেয়াল রাখা হয়েছে। একবার সম্পূর্ণ চার্জে একাধিকবার যাতে স্বল্প দূরত্ব অতিক্রম করা যায় সেইদিকেও নজর রাখা হয়েছে।

Advertisements

ইতিমধ্যেই পরীক্ষা সফল হয়েছে ই-প্লেনের সাবস্কেল প্রটোটাইপ e50। খুব শীঘ্রই ফুলস্কেলের পরীক্ষা সংঘটিত হবে। যার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। আসন্ন অক্টোবর-নভেম্বর মাসেই এই ফুলস্কেল প্রটোটাইপের পরীক্ষা সম্পূর্ণ হবে। তারপরেই সমস্ত কিছু খতিয়ে দেখে ঠিকঠাক করে আগমন ঘটবে উড়ন্ত ট্যাক্সির। সর্বক্ষেত্রেই আমূল পরিবর্তন নিয়ে আসবে।

Advertisements

আরও পড়ুন ? Adani Uber Deal: হাফ খরচে বুকিং হবে উবার! বড় ডিল সেরে ফেলল গৌতম আদানি

খবর রয়েছে, এই উড়ন্ত ট্যাক্সি তৈরিতে অ্যারোডায়নামিক ডিজাইন এবং উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক দিক খেয়াল রেখেই গাড়ির ডিজাইন নির্মিত হচ্ছে। যাত্রীরা নিরাপদভাবে যাতে এই গাড়িতে ভ্রমণ করতে পারে সেইদিকেও যথেষ্ট খেয়াল রাখা হচ্ছে। শুধু তাই না, মধ্যবিত্ত পরিবার যাতে এই নতুন উড়ানে চাপতে পারে সেদিকেও লক্ষ্য দিচ্ছে কোম্পানি। এই ধরনের গাড়ির ভাড়া হতে পারে Uber বা এই ধরনের সার্ভিসের দ্বিগুণ। যা মধ্যবিত্তদের সামর্থের মধ্যে থাকবে বলে আশা করা যায়।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় এই উড়ন্ত ট্যাক্সির (Flying Taxi) নানান ছবি পোস্ট হচ্ছে। ইলেকট্রিক ড্রোনের মাধ্যমে এই উড়ন্ত ট্যাক্সির স্বপ্ন যেন বাস্তবে ছোঁয়া পায়। যা বাজারে এলে যাতায়াতের দারুন সুবিধা হবে। খবর রয়েছে ভারতে এই উড়ন্ত ট্যাক্সি আগমনের জন্য আরো বেশ কিছু বছর অপেক্ষা করতে হবে। তারপরেই কাল্পনিক গল্প বাস্তবে প্রকাশ পাবে।

Advertisements